মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে চাকরির সুযোগ, ন্যূনতম যোগ্যতা এইচএসসি!
ব্যাংক-বিমা খাতে আকর্ষণীয় ও শক্তিশালী ক্যারিয়ার গড়ার লক্ষ্যে যাঁরা কর্মজীবনের শুরুতেই এ পেশাকে বেছে নিতে চান, তাঁদের জন্য ৫০ পদে চাকরির সুযোগ নিয়ে এলো মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। ন্যূনতম এইচএসসি ও স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদগুলোতে। আবেদনের জন্য বিস্তারিত :
ব্রাঞ্চ ম্যানেজার
ব্রাঞ্চ ম্যানেজারের ১০টি পদে আবেদন করতে পারবেন স্নাতক পাস এবং এক থেকে তিন বছর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা। পদটিতে নিয়োগ দেওয়া হবে সিলেটে। নিয়োগপ্রাপ্ত ব্রাঞ্চ ম্যানেজার বেতন পাবেন ১৬ হাজার থেকে ১৮ হাজার টাকা।
ইউনিট ম্যানেজার
ইউনিট ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে ৪০ জনকে। ন্যূনতম এইচএসসি পাস এবং এক থেকে তিন বছর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। সিলেটে নিয়োগপ্রাপ্ত ইউনিট ম্যানেজার বেতন পাবেন ১০ হাজার থেকে ১২ হাজার টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা পদগুলোতে আবেদন করতে পারবেন বিডিজবস ডটকমের মাধ্যমে ১৫ ফেব্রুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম