অনভিজ্ঞদের উচ্চপদে নিয়োগ দেবে প্রাণ
বহুজাতিক প্রতিষ্ঠান প্রাণ ম্যানেজমেন্ট ট্রেইনি-মার্কেটিং বা ফাইন্যান্স পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটিতে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না।
যোগ্যতা
মার্কেটিং, ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল বিজনেস, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। শুধু ২৩ থেকে ৩০ বছর বয়সী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। এ ছাড়া আবেদনের জন্য মাইক্রোসফট অফিস ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বেতন ও কর্মস্থল
নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে। নির্বাচিতদের নিয়োগ দেওয়া হবে রাজধানী ঢাকায়।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন ২০ মার্চ, ২০১৬ তারিখ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম