বিশ্বখ্যাত ব্র্যান্ড এইচঅ্যান্ডএমে ইন্টার্ন করার সুযোগ
ইন্টার্ন করার সুযোগ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘এইচঅ্যান্ডএম’। ইন্টার্ন নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটিতে ভবিষ্যৎ নেতৃত্বদানে শিক্ষার্থীদের প্রস্তুত করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল, ফ্যাশন ডিজাইন বা ব্যবসায় প্রশাসনে শেষ বর্ষে অধ্যয়নরত প্রার্থীরা আবেদন করতে পারবেন। যেহেতু ‘এইচঅ্যান্ডএম’-এর ব্যবসায়িক ভাষা ইংরেজি, সেহেতু প্রার্থীদের ইংরেজি ভাষায় নিজেকে প্রকাশ করতে সাবলীল হতে হবে।
প্রতিষ্ঠানটিতে ইন্টার্ন প্রোগ্রামের ব্যাপ্তি ১২ থেকে ২০ সপ্তাহ পর্যন্ত। এই প্রোগ্রামের মাধ্যমে নিয়োগপ্রাপ্তরা ‘এইচঅ্যান্ডএম’-এর প্রোডাকশন ওয়ার্ল্ডে (মার্চেন্ডাইজিং, ম্যাটেরিয়াল, রিসার্চ, ডেভেলপমেন্ট, কোয়ালিটি অ্যান্ড সাস্টেইনেবিলিটি) কাজ করার সুযোগ পাবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ইন্টার্ন হিসেবে ‘এইচঅ্যান্ডএম’-এ যোগ দিতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ‘bit.ly/2hfsl6r’ থেকে আবেদন করতে পারবেন।
সূত্র : লিংকড ইন