সিলেটে নিয়োগ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
ডাচ্- -বাংলা ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
যোগ্যতা
প্রার্থীকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস হতে হবে । বয়সসীমা: ২০ নভেম্বর, ২০২৩ইং তারিখে সর্বোচ্চ ৫০ বছর। অভিজ্ঞতা: স্বনামধন্য বাণিজ্যিক ব্যাংকে স্থায়ীকর্মী হিসেবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার পর্যাপ্ত অভিজ্ঞতা থাকতে হবে। শাখা ব্যবস্থাপক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। অন্যথায়, আবেদন বাতিল বলে গণ্য হবে ।
বেতন
বেতন ও পদমর্যাদা নির্বাচিত প্রার্থীদের কর্মক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে নির্ধারিত হবে।
কর্মস্থল
সিলেট
আবেদন প্রক্রিয়া
যোগ্য ও আগ্রহী প্রার্থীদেরকে ডাচ্-বাংলা ব্যাংকের নিয়োগ সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইট http://app.dutchbanglabank.com/Online_Job -এ অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সম্প্রতি তোলা স্ক্যানকৃত ছবিসহ জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ এবং সর্বশেষ পে-স্লিপ এর স্ক্যানকৃত কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ
২০ নভেম্বর ২০২৩
সূত্র : বিডিজবস