সেল্ফিস্টিক খেকো অক্টোপাস!
আন্দ্রেস বিক নামের এক লোক স্পেনের ইবিজায় ছুটি কাটাতে গিয়ে একটি পোতাশ্রয়ে অক্টোপাসের ফটো তুলছিলেন। এ সময় অমেরুদণ্ডী এই প্রাণীটি অবাক করে দিয়ে গিলে ফেলতে চায় বিকের ক্যামেরা এবং সেল্ফিস্টিক! অক্টোপাসের এমন কাণ্ড অবাক করার মতোই বটে। ইউপিআই অনলাইনে খবরটি প্রকাশের পর পরই বেশ সাড়া জাগিয়েছে ঘটনাটি।
বিক অনলাইনে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায় ইবিজার একটি পোতাশ্রয়ে ওয়াটারপ্রুফ গো-প্রো ক্যামেরা সেল্ফি স্টিকে লাগিয়ে পানির নিচের একটি অক্টোপাসের ক্লোজ ফুটেজ সংগ্রহ করছিলেন। এ সময় অক্টোপাসটি ক্যামেরা চেপে ধরে এবং সেল্ফি স্টিকটি টেনে বিকের হাত থেকে নিয়ে নেয়!
বিক অবশ্য ভিডিওটি প্রকাশ করতে পেরেছিলেন ক্যামেরাটি ফিরে পাওয়ায়। কয়েক মিনিটের চেষ্টার পর অক্টোপাসের শক্তিশালী থাবা থেকে ক্যামেরা এবং সেল্ফিস্টিক উদ্ধার করতে সমর্থ হন বিক।