বিশ্বের ১৯ শতাংশ আবর্জনা তৈরি করে যুক্তরাষ্ট্র?
পৃথিবীতে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা অজানা ও মজার মজার তথ্য। ডিংস স্পাইকের সৌজন্যে তোমাদের জন্য এখানে দেওয়া হলো ১৫টি মজার তথ্য।
১. যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসকে ‘পাস্তা মাস’ হিসেবে উদযাপন করা হয়।
২. বিশ্বের প্রায় ৭০ শতাংশ খেলনা তৈরি করে চীন।
৩. কুমিরেরা সবকিছু সাদাকালো দেখে, কারণ এরা বর্ণান্ধ
৪. যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যে একটি দোকান রয়েছে। যে দোকানে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে মানুষের হারিয়ে যাওয়া জিনিস বা ফেলে যাওয়া জিনিসগুলো বিক্রি করা হয়।
৫. পৃথিবীর সবচেয়ে বড় সূর্যমুখী ফুল ফুটেছিল জার্মানিতে। এটির দৈর্ঘ্য ছিল প্রায় নয় মিটার।
৬. ঝাল মাপারও স্কেল রয়েছে; যা আবিষ্কার করেছিলেন মার্কিন রসায়নবিদ স্কোভিলে। এর একক হচ্ছে এক এসএইচইউ (স্কোভিলে হিট ইউনিটস)।
৭. পৃথিবীর দুই-তৃতীয়াংশ লোক কখনই সামনাসামনি তুষারপাত দেখেনি।
৮. মানুষের চেয়ে ১৮টি বেশি হাড়ের মালিক ঘোড়া।
৯. ফ্রান্সের আইনে মৃত ব্যক্তিকে বিয়ে করা বৈধ।
১০. পৃথিবীর সেরা পদার্থবিদদের একজন অ্যালবার্ট। অথচ বুদ্ধিতে সেরা এই মানুষটি কখনই গাড়ি চালানো শেখেননি।
১১. থাইল্যান্ড ও মালয়েশিয়ায় প্রশিক্ষিত ম্যাকাও প্রজাতির বানর ব্যবহার করা হয় গাছ থেকে নারিকেল পেড়ে আনার জন্য।
১২. যুক্তরাষ্ট্রে সবচেয়ে জনপ্রিয় ফ্লেভারের আইসক্রিম হচ্ছে ভ্যানিলা। এর বিক্রিও অন্য ফ্লেভারের তুলনায় অনেক বেশি।
১৩. টিভি দেখার চেয়ে ঘুমানোর সময় সবচেয়ে বেশি ক্যালরি ক্ষয় হয়।
১৪. গলদা চিংড়ির রক্ত সাধারণত বর্ণহীন হয়। তবে যখনই এই রক্ত অক্সিজেনের সংস্পর্শে আসে, এটি নীলবর্ণ ধারণ করে।
১৫. বিশ্বের সব ময়লা-আবর্জনার প্রায় ১৯ শতাংশ একাই তৈরি করে যুক্তরাষ্ট্র।