আজব দেশের জবর নিয়ম
নানা দেশে যেমন নানা ভাষা, তেমনি তার বিচিত্র খাবার-দাবার, সংস্কৃতি ও নিয়মকানুন। কিছু কিছু দেশে এমন অদ্ভুত নিয়ম রয়েছে, যা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। ব্রাইটসাইটের কল্যাণে আজ থাকছে সে রকমই কিছু দেশ এবং তাদের অদ্ভুত নিয়মের কথা।
১. পর্তুগাল
পর্তুগালে গিয়ে খাবারের সময় কখনো বাড়তি লবণ যোগ করবে না। খাবারে বাড়তি লবণ যোগ করার মানে হচ্ছে খাবারটি তোমার পছন্দ নয়।
পর্তুগিজদের সঙ্গে কখনো স্প্যানিশদের তুলনা করবে না। এতে করে তারা রেগে যেতে পারে।
২. জাপান
কড়মড় শব্দ করে নুডলস খেতে পারো? না পারলে জাপানের বিখ্যাত ‘উডন নুডলস’ না খাওয়াই ভালো। কারণ, কড়মড় করে না খেতে পারলে নাকি ‘উডন নুডলস’ খাওয়ার মজাটা পরিপূর্ণভাবে পাওয়া যায় না।
জাপানের রাস্তায় কোনো আবর্জনা নেই। রাস্তায় তৈরি হওয়া আবর্জনা তারা নিজে হাতে ঘরে নিয়ে যায়।
৩. ইতালি
ইতালি গিয়ে সন্ধ্যায় ক্যাপুচিনো চাইবে না। যদি ভুল করে চেয়ে ফেলো, তাহলে ইতালির লোকজন তোমাকে পাগল ভেবে বসবে।
অফিস-স্কুল বা যেকোনো জায়গায় দেরি করে যাওয়া ইতালিয়ানদের ঐতিহ্য। ইতালিতে সঠিক সময়ে কোথাও পৌঁছানোর নিয়ম নেই।
৪. থাইল্যান্ড
থাইল্যান্ডে মাথাকে সবচেয়ে পবিত্র অঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। ইচ্ছা করলেই অন্য কারো মাথায় হাত দেওয়ার অনুমতি নেই সেখানে।
থাইল্যান্ডে সরাসরি কাঁটাচামচ মুখে ঢুকিয়ে খেতে পারবে না। এখানে কাঁটাচামচ ব্যবহার করা হয় সাধারণ চামচে খাবার তোলার জন্য।
৫. রাশিয়া
রাশিয়ায় হুইসেল বাজানো নিষেধ। কারণ রাশিয়ায় প্রচলিত কুসংস্কারগুলোর একটি হচ্ছে, ‘হুইসেল বাজালে হাতে টাকা-পয়সা থাকে না।’
শুধু হাসি দিয়ে তুমি রাশিয়ায় বিনয় প্রকাশ করতে পারবে না।