ছড়া
সুয্যি মামার অনেক নাম
পূর্ব দিকে সূর্য ওঠে ভানুর আলোয় পুষ্প ফুটে
রাতকে সকাল করলো দিবাকর,
মাখলো পাখি রবির আলো দিনমণি ঘুম ভাঙালো
উদয়াচলে উঠলো প্রভাকর।
অর্ক দেখে গাছের পাতা হাসলো যেন লাল সবিতা
মিহির রাঙায় নদীর ঘোলা জল,
তপন শোনায় ভৈরবী গান পাহাড় চূড়ায় গোল বিবস্বান
মেঘের ফাঁকে ভাস্কর উজ্জ্বল।
চিত্রভানু, মার্তণ্ড, অশুমালী
দিননাথ, পূষণ, কিরণমালী,
আদিত্য, ঊষাপতি, বিভাকর
দিবাবসু, বিভাবসু আর দিনকর।
মিত্র দেখে রাখাল ছোটে পুষার মাঝে হর্ষ লুটে
প্রত্যহদিন আসে অর্যমা,
আফতাব কিংবা সূর বলো অর্থ কিন্তু একই হলো
অরুণ, দীনেশ একই তর্জমা।