ছড়া
মন হতে চায়
মন হতে চায় দূরের আকাশ
সাদা মেঘের সাথি
ঝিনিক ঝিনিক জোনাক জ্বলা
সন্ধ্যারাতের বাতি।
মন হতে চায় দূরের পাহাড়
ডানা মেলা পাখি
উড়ে যেতে ইচ্ছামতো
করতে ডাকাডাকি।
মন হতে চায় ঘাসফড়িং আর
রঙিন প্রজাপতি
ফুলের সাথে খেলব; ভুলেও
করব না তো ক্ষতি।
মন হতে চায় দুখু মিয়া
কিংবা রবিঠাকুর
বৃষ্টি হতে মনটা আমার
করে আকুর-পাকুর।
মন হতে চায় রাজকুমার আর
নিও তখন দেখে
মুক্ত হবে রাজার কন্যা
দৈত্যপুরী থেকে।
মন হতে চায় মুক্তিসেনা
অস্ত্র নিতে হাতে
দেশের যত শত্রু আছে
লড়তে তাদের সাথে।