ছড়া
আমার ঘুড়ি
আমার ঘুড়ির মস্ত আকাশ
রঙের মিছিল রেখা-
ঘুড়ির সাথে চাঁদের বুড়ির
রোজ বিকেলেই দেখা!
আমার ঘুড়ি প্যাডেল চেপে
হাওয়ার ভ্যানে ছোটে
ঘুড়ির ঠোঁটে আনন্দ গান
খইয়ের মতো ফোটে।
আমার ঘুড়ি লালের ছোপে
সবুজ লেজে নাচে
স্বপ্নগুলো ছড়িয়ে রাখে
চোখের চপল কাচে।
আমার ঘুড়ি কথা বলে
মাইক্রোফোনের মুখে
ঘুড়ি এবং ঘুড়ির আকাশ
দুটোই আমার বুকে!