নারকেল, আপেল আর কলার যোগফল ভাবাচ্ছে বিশ্বকে
তিনটি আপেলের যোগফল ৩০। আবার একটি আপেল ও দুটি কলার যোগফল ১৮। কিন্তু একটি কলা থেকে একটি নারকেল বিয়োগ করলে হয় ২। এখন তিনটি ফলই একটি করে নিলে যোগফল কত হবে?
ধাঁধাঁটি শিশুদের জন্য। ফলের ছবি দিয়ে এটি দেখানো হয়। সহজভাবে চিন্তা করলে বেশ সহজ ধাঁধাঁ। কিন্তু এটি নিয়েই ধন্দে পড়েছেন অনেকে।
গত ৩০ জানুয়ারি ফেসবুকে ধাঁধাটি একজন পোস্ট করেন। এর পর থেকেই ধাঁধাঁটির পোস্টে ২৩ লাখ বার মন্তব্য হয়েছে। এটি শেয়ার হয়েছে এক লাখ ৬০ হাজারবার।
অনেকের মতে, শিশুদের জন্য হলেও, ফল থেকে ফল যোগ ও বিয়োগ থাকায় অনেক প্রাপ্তবয়স্কও ধাঁধাঁটি দেখে বিভ্রান্ত হয়ে যান।
ধাঁধার সমাধান
তিনটি আপেলের যোগফল যদি ৩০ হয় তবে তিন দিয়ে ভাগ করে একটি আপেল কত তা জানা যাবে। এবার একটি আপেল ও দুটি কলার যোগফল থেকে একটি আপেল বাদ দিতে হবে। পাওয়া যাবে দুটি কলা কত? সেটিকে দুই দিয়ে ভাগ করে পাওয়া যাবে একটি কলা কত? এবার কলা থেকে নারকেলের বিয়োগ যদি দুই হয় তবে কলা যত হয়, তা থেকে দুই বিয়োগ করেই পাওয়া যাবে নারকেল। তিনটিই ফলই কত জানা গেল, তাই না। এবার তাহলে যোগফল কত?
আরেকটি বিষয়, ফল দেখে বিভ্রান্ত হলে ফলের দাম হিসেবে ধরা যাক। হিসাব সহজ হয়ে যায়।