ছড়া
একাত্তরের রেলগাড়িতে
একাত্তরের রেলগাড়িতে আয় যাবি আয় কে কে
সবাইকে আজ নিয়েই নেবো, আর যাবো না রেখে
স্বাধীনতার যাত্রী যারা আয়রে সবাই ছুটে
দ্বন্দ্ব দ্বিধা শঙ্কা ঝেড়ে ঘুম ছেড়ে আয় উঠে
‘গড়বো এ দেশ নতুন করে, যাত্রী সকল জানাই’-
বললো সবাই সমস্বরে কারো মুখে না-নাই।
এই পতাকার শত্রু যারা রুখবো তাদের রুখবো
আমরা শুধু একাত্তরের ফোটা সে ফুল শুঁকবো।
একাত্তরের রেলগাড়িটা সম্মুখে যায় চলে
পনেরো কোটি দেশ-জনতা চলছে দলে দলে।
বুকে কঠিন শপথ নিয়ে এই রেখেছি মানতি,
থামবে সেদিন আসবে যেদিন দেশটাজুড়ে শান্তি।