ছড়া
নতুন আলোয়
একটা একটা মিনিট মিলে
ঘণ্টা দিন আর বর্ষ
দিন পেরিয়ে স্মৃতির ঠোঁটে
বিগত সব হর্ষ।
বিগতকে বিদায় দিয়েই
নতুন বছর আসছে
নতুন আশায় ভালোবাসায়
নতুন সময় হাসছে।
আসা যাওয়ার এই খেলাটা
চিরকালই চলছে
নতুন বছর নতুন ভোরে
নতুন আলো জ্বলছে।
সেই আলোতে আগামী দিন
হোক না আরো দৃপ্ত
হোক না জীবন সকল পাওয়ায়
কানায় কানায় তৃপ্ত।