ধ্রুব এষের ছড়া
বৃষ্টি পড়ুক
বৃষ্টি পড়ুক ঘরে দোরে
বৃষ্টি পড়ুক মনে
বৃষ্টি পড়ুক দূরের একটা
নিকোন উঠোনে
বৃষ্টি পড়ুক পাখির ঠোঁটে
বৃষ্টি পড়ুক গাছে
বৃষ্টি পড়ুক বুক পকেটের
নিজস্ব আকাশে
বৃষ্টি পড়ুক পাতায় পাতায়
বৃষ্টি পড়ুক বনে
বৃষ্টি পড়ুক নিকটবর্তী
শূন্য ইস্টিশনে
বৃষ্টি পড়ুক কাটাকুটি
বৃষ্টি পড়ুক ঝিঁঝি
বৃষ্টি পড়ুক সব ডুবে যাক
বৃষ্টি পড়ুক ভিজি।