কোন জায়গায় মন খারাপ করলে জরিমানা?
ধরুন আপনার মন খুব খারাপ, পকেটেও অনেক টাকা। চলে গেলেন ইতালির মিলান শহরে, উদ্দেশ্য বেড়ানো। সেখানে গিয়ে রাস্তায় হাঁটছেন মনমরা মুখচোখ নিয়ে। চট করে আপনাকে এসে ধরিয়ে দেওয়া হলো জরিমানা। কারণ কি জানেন? সেখানে মুখ বেজার করে চলাফেরা করলে জরিমানার আইন রয়েছে! অ্যালাইভ নামের একটি ওয়েবসাইটে জানা গেল দশটি দেশের এমন বিচিত্র কিছু আইনের কথা।
১. ইংল্যান্ডের হাউস অব পার্লামেন্টে মরে যাওয়া যাবে না! সেখানে মৃত্যুবরণ নিষিদ্ধ।
২. জাপানে চাইলেই ইচ্ছেমতো মোটা হওয়া যাবে না। ২০০৯ সালে কোমরের একটি নির্দিষ্ট মাপ নির্ধারণ করা হয়েছে আইন করে। এর বাইরে গেলেই জরিমানা।
৩. সুইজারল্যান্ডে রাত ১০টার পর কমোডে ফ্ল্যাশ করা নিষিদ্ধ। কারণ, সরকার এই আওয়াজকে শব্দদূষণের আওতাধীন করেছে!
৪. ইতালির কোনো গির্জার সিঁড়িতে বসে খাওয়া নিষেধ।
৫. স্যান ফ্রান্সিসকোতে রাস্তায় কোনো কবুতরকে খাবার খাওয়ালে গুরুতর আইনি ঝামেলায় পড়তে হবে।
৬. মিলান শহরের রাস্তায় মন খারাপ করে হাঁটলে জরিমানা হতে পারে।
৭. কানাডার রেডিও স্টেশনের নিয়ম, প্রতি পাঁচটি গানের অন্তত একটি কানাডিয়ান কোনো সংগীতশিল্পীর গাওয়া গান হতে হবে।
৮. অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লাইট বাল্ব বদলাতে হলেও একজন সার্টিফিকেটধারী ইলেকট্রিশিয়ানের সাহায্য নিতে হবে।
৯. কানাডার আরেক নিয়ম, খুব বেশি খুচরা পয়সা দিয়ে জিনিসপত্রের মূল্য পরিশোধ করা যাবে না।
১০. চুমু খাওয়া, আলিঙ্গন বা হাত ধরে হাঁটার ‘অপরাধেও’ জেল হতে পারে সংযুক্ত আরব আমিরাতে!