পুতুল
মায়াবতী কন্যা, সর্বদা হাসে,
খুকি আর দিদিরা বড় ভালোবাসে।
কাঁদে না কন্যা, দিলে খুব দুঃখও,
বকলেও খুব তাকে খোলে না সে মুখও।
আদর দিলেও তাকে নেই কোনো দুঃখ,
সারা দিন থাকে তার একই হাসিমুখ।
গায়ে তার টুকটুকে একই লাল শাড়ি,
জানে না সে কোথা ঘর, কোথা তার বাড়ি।
কখনো থেকে যায় দিদিদের ঘরে,
খুকিদের সঙ্গেও কত খেলা করে।
গা জুড়ে গয়না, স্বর্ণের হার তার,
কখনো ছোঁয় না তা, তাকায় না একবার।
পুরোনো হয় শাড়ি, তবুও সে চায় না,
করে না কখনো সে নূপুরের বায়না।
গায় না কখনোই ভুলোমনে কোনো গান,
কারো সাথে কন্যার হয় না তো অভিমান।
খাবার না দিলে তারে কখনো সে কাঁদে না,
নিজের জন্য সে একবেলা রাঁধে না।
দিদিরা কপালে লাল টিপ আঁকে,
তবুও কন্যা চেয়ে শুধু থাকে।
সারা দিন কন্যা একা শুধু হাসে,
মাটির পুতুল সে, খুকি ভালোবাসে।