কে বেকুব?
মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন গোপালকে আদেশ করলেন- আমার রাজ্যে যত বেকুব আছে তাদের একটা তালিকা প্রস্তুত করো।
যথা আজ্ঞা মহারাজা- বলে গোপাল তালিকা শুরু করে সবার ওপরে মহারাজ কৃষ্ণচন্দ্রের নাম লিখল।
আমার নাম সবার ওপরে কেন? রেগে গিয়ে কৃষ্ণচন্দ্র জিজ্ঞাসা করলেন।
উত্তরে গোপাল বলল-যে বেকুব খুঁজতে যায়, সে হলো সবচেয়ে বড় বেকুব।
(সংগৃহীত)