ছড়া
চাঁদের মতো হবো
ঈদ যে হলো গোলাপ বেলি হাসনাহেনা জবার
মানুষ, পাখি, বৃক্ষরাজি সৃষ্টিকুলের সবার,
ধলা মেঘের ঠোঁটে
আকাশে চাঁদ ওঠে
আমরা শিশু ইচ্ছে রাখি চাঁদের মতো হবার।
সবার হয়ে থাকব জ্বলে দূর আকাশের বুকে
বিলিয়ে যাব নিজেকে তাই আরেক মনের সুখে,
মনে দারুণ কাঁপন
আমি সবার আপন
ফুটিয়ে দেব খুশির হাসি মানবসমাজ মুখে।
আমায় দেখে হাসবে মানুষ কাঁদবে না কেউ আর
যাদের বুকে কষ্ট নদী হাজার ব্যথার ভার
তাদের জন্য আমি
থাকব দিবস যামী
হব সুখের বার্তাবাহক—খুলব আলোর দ্বার।