কেমন করে আঁকবে গরু?
এখন কোরবানির ঈদের সময়। গরু নিয়ে সবাই মহাব্যস্ত। কেবল কোরবানির গরুটি কিনলেই তো আর হয়ে যাচ্ছে না। গরুটিকে খাওয়াতে হচ্ছে, রাখতে হচ্ছে সুবিধেমতো জায়গায়। তারপর গরুটির যত্ন করার ব্যাপার রয়েছে। আর রয়েছে গরুর ছবি তোলা। এখন তো সবাই গরুর সঙ্গে সেলফিও তোলে।
গরুর সঙ্গে সেলফি তোলা বা ছবি তোলা তো যায়ই, কিন্তু স্কুলের ড্রইং পরীক্ষায় গরু আঁকতে দিলে তখন তো সে ছবি কাজে লাগবে না। কাজেই গরু আঁকতে চাইলে সেটা শিখে নিতে হবে। এমনিতে হয়তো মনে হতে পারে যে এত বড় একটা জন্তু, সেটা আঁকা নিশ্চয়ই কঠিন হবে। কিন্তু না, গরু আঁকার বিষয়টা তেমন কঠিন নয় কিন্তু। এখানে একটা ভিডিও দেওয়া হচ্ছে, এটা দেখে খুব সহজ কয়েকটা ধাপে তুমি চাইলে গরু আঁকাটা রপ্ত করে ফেলতে পারবে। আর তারপর সে গরুর রং করে দিতে পারবে পছন্দমতো।
কাগজ, পেনসিল, ইরেজার নিয়ে ঝটপট বসে পড়ো। এরপর এই লিংক থেকে দেখে নাও কীভাবে গরু আঁকতে হয়। যেভাবে নির্দেশনা আছে সেভাবে দেখে দেখে এঁকে ফেলো। তারপর মনমতো রংপেনসিল দিয়ে রং করতে ভুলো না কিন্তু!