হিরো কুকুর গের্তি
জন ডোনার ঘুরতে বেরিয়ে ছিলেন সাউথ ওয়েলসের পেমব্রোকেশায়ার বিচে, সঙ্গে ছিল স্ত্রী ও ১৮ মাস বয়সের পোষা কুকুর গের্তি। কুকুরের প্রভুভক্তির কথা আমরা জানি, মালিকের জন্য নিজেকে উৎসর্গ করতে দ্বিধা করে না এরা, এবার ডোনারের জন্য জীবন বাজি রেখে আবারও সে কথাই স্মরণ করিয়ে দিল গের্তি।
যুক্তরাজ্যের গণমাধ্যম মিররে প্রকাশিত ঘটনাটি তবে বলি, ডোনারের স্ত্রীর একটি পা ছিল কৃত্রিম, বিচে সাঁতার কাটতে নেমে অসাবধানতাবশত খুলে যায় সেটি। ডোনার অনেক চেষ্টা করেন পা-টি তুলে আনতে, কিন্তু ব্যর্থ হয়ে তীরে এসে তখন বিষণ্ণ মনে বসে থাকেন। অবশ্য এ ছাড়া কোনো উপায় ছিল না তাঁদের। বিষয়টি বুঝতে পারে তাঁদের জার্মান পয়েন্টার জাতের পোষা কুকুরটি। এ জাতের কুকুর শিকারি হিসেবে খ্যাতির শীর্ষে। গের্তিকে শুধু একটি পাথর ছুড়ে দেখিয়ে দেওয়া হয় ঠিক কোথায় হারিয়েছে পা-টি, সে দ্রুত পানিতে নেমে পড়ে। পানির মধ্যে সাঁতরে গিয়ে মুখ দিয়ে কামড়ে তুলে আনে মনিবপত্নীর হারিয়ে যাওয়া কৃত্রিম পা। ততক্ষণে আশপাশে জড়ো হয়ে গেছে আরো অনেক লোক। রীতিমতো সাহসিকতা এবং উপস্থিত বুদ্ধির সাহায্যে গের্তি এই কাজ করে হয়ে যায় সত্যিকারের হিরো। গের্তির এই সাফল্যকে করতালি দিয়ে অভিবাদন জানায় উপস্থিত লোকজন। এর পর বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে গের্তির সাহসিকতা আর প্রভুভক্তির খবর।
সূত্র : মিরর