আইনি জিজ্ঞাসা
আত্মহত্যায় প্ররোচনার শাস্তি কী
যৌতুকসহ বিভিন্ন কারণে প্রতিনিয়ত নির্যাতন করে অনেক মেয়েকেই বাধ্য করা হচ্ছে আত্মহত্যার পথ বেছে নিতে। কোনো ব্যক্তির স্বেচ্ছায় করা এসব অবৈধ কাজের কারণে কোনো নারী আত্মহত্যা করলেও প্ররোচনার দায়ে শাস্তি দেওয়া যায়।
নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (ক) ধারায় বলা হয়েছে, ‘যদি কোনো ব্যক্তি কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে কেনো কার্য দ্বারা তার সম্ভ্রমহানি করে এবং এর ফলে সেই নারী আত্মহত্যা করে, তাহলে উক্ত ব্যক্তি উক্ত নারীকে আত্মহত্যার প্ররোচনাদানের অভিযোগে অভিযুক্ত হবে, যার শাস্তি অনধিক ১০ বছর কিন্তু কমপক্ষে পাঁচ বছর সশ্রম কারাদণ্ডসহ এর অতিরিক্ত অর্থদণ্ড।’
এ ছাড়া দণ্ডবিধির ৩০৬ ধারায় বলা হয়েছে, ‘যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে তাহলে যে ব্যক্তি আত্মহত্যায় সাহায্য করেছে এবং প্ররোচনাদান করবে, সে ব্যক্তি ১০ বছর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা হবে।’
লেখক : আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট