ঈদে পুরুষের জন্য বিশ্বরঙের বাহারি সব পোশাক
আসছে পবিত্র ঈদুল ফিতর। রোজার ঈদকে ঘিরে বেশ আগে থেকেই শুরু হয় ঈদ উদযাপনের পরিকল্পনা। ঈদ ফ্যাশন কেমন হবে, তা অনেকটা নির্ভর করে ঋতু আর ট্রেন্ডের ওপর।
এবারের ঈদ হচ্ছে গ্রীষ্মের দাবদাহে। এমন আবহাওয়ার কারণে উৎসবে এখন গুরুত্ব পাচ্ছে ক্যাজুয়াল শার্ট। পোশাক ট্রেন্ডে পরিবর্তন এসেছে ডিজাইন, কাটিং ও প্যাটার্নে। ফ্যাশন সব সময় পরিবর্তনের মধ্য দিয়ে যায়। তবে পুরুষের পোশাকের পরিবর্তনটা হয় ধীরে ধীরে। হঠাৎ করে চোখে পড়ে না। এবারের ঈদে পুরুষের ফ্যাশনে রয়েছে নতুনত্ব।
উৎসব-পার্বণ উদযাপনে ফ্যাশন হাউস বিশ্বরঙ সব সময়ই অগ্রপথিক। এবারও তার ব্যতিক্রম হয়নি। এই ঈদে ফ্যাশনসচেতন ব্যক্তিদের জন্য বিশ্বরঙ নিয়ে এসেছে নতুন নতুন সব ট্রেন্ডি ডিজাইনের ক্যাজুয়াল শার্ট। দেশীয় ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক চলের সংমিশ্রণ ঘটিয়ে বাহারি নকশা ও বৈচিত্র্যময় কাটিং ও প্যাটার্নে থাকছে বিশেষ ধরনের ভিন্নতা। রঙের ক্ষেত্রে উৎসব এবং ঋতুর সাথে মিল রেখে অফহোয়াইট, সাদা, লাল, মেরুন, রয়েল ব্লু, গ্রিন, গোল্ডেনসহ সব রঙেরই পরিমিতিবোধ লক্ষ করা যায় সব ক্যাজুয়াল শার্টে।
ইন্ডাস্ট্রিয়াল প্রিন্টে সুতি, লিনেন, তাঁত প্রভৃতি কাপড়কে প্রাধান্য দেওয়া হয়েছে। গরমের কথা মাথায় রেখে নকশা হিসেবে বেশি ব্যবহৃত হয়েছে ফুলেল মোটিফ, জ্যামিতিক মোটিফের নানা ধরন। ফুলের বাইরে পাতা, শাখা-প্রশাখা জাতীয় শৈলী এবারের ঈদ ট্রেন্ড হিসেবে দেখা যাচ্ছে।
যে কেউ ঘরে বসেই শোরুমের সব সামগ্রী কেনাকাটা করতে পারবেন অনলাইনে www.bishworang.com ওয়েবসাইটে ও ফেসবুক পেজ bishworangfanclub-এ।