ইফতার
সারিনায় বুফে ইফতার ও ডিনার
রমজানকে কেন্দ্র করে পাঁচতারকা হোটেলে থাকছে ইফতারের নানা আয়োজন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পিছিয়ে নেই বনানীর নামকরা অভিজাত হোটেল সারিনা। তাদের মেন্যুতে এসেছে অনেক পরিবর্তন। নতুন এসব খাবার সাজানো হয়েছে রকমারি ইফতার আইটেমে। রমজানজুড়ে থাকছে ইফতার ও ডিনারের মহা আয়োজন। ইফতার ও ডিনারে থাকছে সুস্বাদু আর স্বাস্থ্যকর মুখরোচক সব খাবার।
দইবড়া, সাসলিক, মোগলাই পরাটা, হালিম, জিলাপি, পনির টিক্কা, কিং প্রন, বাহারি স্বাদের চিকেন, মাটন, বিফ আর চিংড়ির কাবাব, পিস্তাসি ও পানাকোটা, হাম্মুস লিবনেহ, মুতাব্বেল এসব ঐতিহ্যবাহী ইফতার আইটেমের পাশাপাশি থাকছে প্রায় ১০০টি আইটেমের বিশাল আয়োজন। এ ছাড়া পাবেন নানা স্বাদের পানীয় অর্থাৎ শরবত।
যদি আপনি এই আয়োজনে এক্সট্রা সুবিধা পেতে চান তবে আপনার থাকতে হবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিটি ব্যাংক এমেক্স, ইস্টার্ন, ব্র্যাক, এইচএসবিসি ব্যাংক ও জিপি প্লাটিনাম প্লাস, প্লাটিনাম স্টার সুবিধা। তাহলে আপনি পেতে পারেন বাই ওয়ান গেট ওয়ান কমপ্লিমেনটারি অফার। এ ছাড়া রমজান মাসে করপোরেট ও ঘরোয়া ইফতার পার্টির জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা।