অরেঞ্জ গ্রিন টি
ইফতারে সাধারণত একটু ভারি খাবার খাওয়া হয়। এতকিছু খাওয়ার পর একটু ঝিমুনি ভাব আসতে পারে। সেটি কাটাতে সবশেষে এক কাপ গ্রিন টি খেতে পারেন- এতে আপনার ঝিমুনিভাব কেটে যাবে। এই গ্রিন টিয়ের স্বাদটা যদি একটু ভিন্ন হয় তাহলে তো কথাই নেই। তাই আজকের আয়োজনে থাকছে অরেঞ্জ গ্রিন টি। খুব কম সময়ে তৈরি করতে স্বাস্থ্যকর পানীয়ের এই রেসপিটি দিয়েছেন শিরিন সুলতানা। জেনে নিন কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন ভিন্ন স্বাদের অরেঞ্জ গ্রিন টি।
উপকরণ
কমলার রস আধা কাপ, গ্রিন টি ২ গ্রাম, সুগার সিরাপ পরিমানমত এবং আইস কিউব ৪/৫টি।
প্রস্তুত প্রণালি
প্রথমে এক কাপ পানি গরম করে টি পটে ঢেলে রাখুন। এবার এতে কমলার রস মেশান। গ্রীন টি ব্যাগ দিয়ে কিছুক্ষণ পর কাপে ঢেলে নিন। এবার ঠান্ডা করে এর মধ্যে পরিমানমত সুগার সিরাপ দিয়ে নেড়ে নিন। কয়েক টুকরা কমলালেবু এবং আইস কিউব দিয়ে সাজিয়ে ইফতারের টেবিলে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা অরেঞ্জ গ্রিন টি।