ইফতার
কফিশপে ইফতার ও সেহরি
বর্তমান সময়ে কফির কথা এলেই সবার প্রথমে চলে আসে গ্লোরিয়া জিন্স কফিশপের নাম। তবে ভাবছেন, এই রোজায় আবার কফি দিয়েই ইফতার হবে নাকি? ভয় পাওয়ার কিছু নেই! আন্তর্জাতিক মানের এই কফিশপে থাকছে ইফতারের মহা আয়োজন। শুধু ইফতারই নয়, এর পাশাপাশি সেহরির আয়োজনও রয়েছে।
ইফতারের জন্য রয়েছে দুটি ভিন্ন প্লাটার, যার মূল্য রাখা হয়েছে যথাক্রমে ৭৭৭++ টাকা এবং ৫৫৫++ টাকায়। প্রথম প্লাটারে রয়েছে চিকেন সালসা, ক্রাঞ্চি পটেটো ওয়েটগেজ, ফ্রেঞ্চ ফ্রাই, মজাদার স্বাদের চিকেন উইংস, ভেজিটেবল টেম্পুরা, বোনলেস চিকেন গ্রিল, চিকেন সাসলিক, একটি ফ্রট স্পিক, পানিসহ এ ধরনের অনেক মজাদার আইটেম।
দ্বিতীয় প্লাটারে রয়েছে চিকেন সালসা, ক্রাঞ্চি পটেটো ওয়েটগেজ, ফ্রেঞ্চ ফ্রাই, মজাদার স্বাদের চিকেন উইং, ভেজিটেবল টেম্পুরা, একটি ফ্রট স্পিক, পানিসহ মোট আটটি আইটেম। ইফতারকে পূর্ণ করতে রয়েছে তিনটি ভিন্ন স্বাদের পানীয় ও কফি।
একইভাবে সেহরিতে রয়েছে তিনটি আইটেম। রাইসের সঙ্গে বোনলেস চিকেন পাবেন মাত্র ৪৯৯++ টাকায়। এ ছাড়া মাটন রাইস পাবেন একই টাকায়। ফিশ কারি উইথ রাইস পাবেন ৩৫০++ টাকায়।
গ্লোরিয়া জিন্স কফিশপের ঠিকানা : বাড়ি-৩৫, গুলশান এভিনিউ, ঢাকা। ফোন : ০১৯৭০০০৮৯৮৯, ৮৮৩১১১৭। এ ছাড়া ধানমণ্ডির সাতমসজিদ রোডে শংকর বাসস্ট্যান্ডের আগে খোলা হয়েছে গ্লোরিয়া জিন্সের নতুন একটি শাখা। ধানমণ্ডি শাখার ঠিকানা : জি এইচ হাইটস, সাতমসজিদ রোড, ধানমণ্ডি, ঢাকা।