ইফতার
নানদুসের পেরি পেরি ইফতার
ভোজন রসিক সবারই জানা নানদুসের ভিনদেশি চিকেনের স্বাদ। এবার সেই পেরি পেরি খ্যাত চিকেন দিয়েই করা হয়েছে নানদুসের সেহরি ও ইফতারের আয়োজন। গতবারের ন্যায় এবারও ইফতার আয়োজনে থাকছে তিনটি আইটেম। তবে রমজানে নানদুস সবসময় আছে এমনটা জানান দিতে এবার যোগ হয়েছে সেহরির আয়োজন।
প্রতিবারের মতো এবারও ইফতারের আয়োজনে রয়েছে তিনটি প্লাটার : হাংরি, ভেরি হাংরি এবং ভেরি ভেরি হাংরি। মজার নামের এই আইটেমগুলো সাজানো হয়েছে আপনার মনের মতো করে। যেমন হাংরি প্লাটারে থাকছে কোয়ার্টার চিকেন, কর্ন, পেরি চানা চাট, তিনটি চিকেন স্টিক, মিনি বিফ প্রেগো বারগার, মালাই চিকেন, পিত্রা, পটেটো সালাদ, চিজি মিট বল, ব্রাউনি, খেজুর, ফ্রেশ ফল, পানিসহ অনেক আইটেম ভ্যাট ছাড়া মাত্র ৯৯৯ টাকা।
ভেরি হাংরিতে থাকছে বাটারফ্লাই চিকেন স্টেক, কর্ন, পেরি চানা চাট, তিনটি চিকেন স্টিক, মিনি বিফ প্রেগো বারগার, মালাই চিকেন, পিত্রা, পটেটো সালাদ, চিজি মিট বল, ব্রাউনি, খেজুর, ফ্রেশ ফল, পানিসহ অনেক আইটেম- ভ্যাট ছাড়া মাত্র ১১৯৯ টাকা।
ভেরি ভেরি হাংরিতে পাবেন ইসপিতাদা কার্নিভ্যাল, পেরি চানা চাট, তিনটি চিকেন স্টিক, মিনি বিফ প্রেগো বারগার, মালাই চিকেন, পিত্রা, পটেটো সালাদ, চিজি মিট বল, ব্রাউনি, খেজুর, ফ্রেশ ফল, ম্যাঙ্গো লাচ্ছি ও পানিসহ অনেক আইটেম- ভ্যাট ছাড়া মাত্র ১৪৯৯ টাকা।
এ ছাড়া রয়েছে তাদের সেহরির মহা আয়োজন। তবে এখানে স্পেশাল কোনো প্যাকেজ নেই। রেগুলার মেনুটিই সেহরির জন্য উন্মুক্ত রাখা হয়েছে। তবে এখানে থাকছে বিশেষ ছাড়। মেনু থেকে যেকোনো আইটেম একটি নিলে আর একটি আইটেম একদম ফ্রি। সেহরির এই অফার মাসজুড়ে থাকছে রাত ১০টা থেকে রাত ৩টা পর্যন্ত। তাই সেহরি বা ইফতারে আপনি পেরি পেরি চিকেনের স্বাদ নিতে পারেন ঢাকার যে কোনো নানদুসের আউটলেট থেকে।