ইফতার
চিসউইকে আছে হ্যাপি আওয়ার
পবিত্র রমজানে ধানমণ্ডির চিসউইক রেস্টুরেন্টে থাকছে স্পেশাল ইফতারের আয়োজন। ভোজনরসিকদের কথা মাথায় রেখে করা হয়েছে ইফতারের নানা আয়োজন। এবার রোজায় দিন বড় হওয়ায় তারা ইফতারে প্রাধান্য দিয়েছে ভারী আইটেমকে। করেছে স্পেশাল প্যাকেজও।
চিসউইকের ইফতার প্যাকেজ পাওয়া যাবে মাত্র ৪৯৯ টাকায়। এর মধ্যে রয়েছে ফ্রায়েড রাইস, দুই পিস স্প্রিং রোল, ক্রিপসি ফ্রায়েড চিকেন, ভেজিটেবল কারি, চিলি চিকেন, আমের জুসসহ মজাদার স্বাদের খাবার। এ ছাড়া রেগুলার ইফতার আইটেমের মধ্যে রয়েছে সামি কাবাব, জালি কাবাব, সাসলিক, ফিশ ফিঙ্গার, চিকেন নাগেট, চিকেন রোস্ট, বারবিকিউ চিকেন, কাবাব রোলসহ অনেক কিছু। এসব কাবার পাচ্ছেন সুলভ মূল্যে। তা ছাড়া রেস্টুরেন্টে চলছে চিসউইক হ্যাপি আওয়ার। তাদের সব খাবারে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সব গ্রাহকের জন্য থাকছে ২০% ছাড়। তাই ইফতারের এই আয়োজন চেখে দেখতে চাইলে আপনাকে যেতে হবে ধানমণ্ডির ৭৪ নম্বর বাড়ি, রোড- ৫/এ ও লেভেল-৬ এই ঠিকানায়।