রাশিফল
তুলার প্রেমে রোমাঞ্চ, মীনের বন্ধুদর্শন
আজ ২০ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, ৪ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ, ১৬ রমজান ১৪৩৬ হিজরি। তিথি দ্বিতীয়া। আজ সূর্যোদয় ৫টা ২৮ মিনিট এবং সূর্যাস্ত ৫টা ৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার সংখ্যা # ২ # অধিপতি গ্রহ-চন্দ্র, বৈশিষ্ট্য পানি (বিপ্রর্বণ/ব্রাহ্মণ) সম (চর) তুঙ্গস্থান বৃষ, নিচস্থান বৃশ্চিক, প্রিয় মাস জ্যৈষ্ঠ ও শ্রাবণ, শুভ বার সোম। শুভ তারিখ সংখ্যা-২/১১/২০, শুভ রং সাদা, বাদামি, শুভ ধাতু-রুপা, ধারণীয় মূল-ক্ষীরিকা মূল শুভ রত্ন : মুন স্টোন/চন্দ্রকান্তি মণি-হীরা। আজকের দিনে আপনার শুভ কাজ করার সময় দিবা ৭/২৬ পরে ৯/৫৯ মধ্যে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : অভিনয়শিল্পী ইলিয়াস কাঞ্চন, সুরকার রাহুল দেববর্মণ, অঞ্জনা। এবার দেখুন আপনার রাশিতে আজকের ভাগ্যের পূর্বাভাস।
আজ ১২টা ৩০ মিনিটে রাত্র চন্দ্র এবং মঙ্গল দেখা যাবে। এই দৃশ্য দেখা যায় ২৮৭ বছর পরপর। মনে হয় যেন দুটি চন্দ্র।
মেষ রাশি (Aries ) (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনটি ভালো-খারাপ মিশিয়ে যাবে। তবে শোক আক্রান্ত হওয়ার শঙ্কা আছে। শরীর খারাপ হতে পারে। দূরের যাত্রা অশুভ, কোনো আইনি ঝামেলা হতে পারে।
বৃষ রাশি (Taurus ) (২১ এপ্রিল-২০ মে)
সামগ্রিকভাবে দিনটি ভালো নাও যেতে পারে। শরীর অসুস্থ হতে পারে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন।
মিথুন রাশি (Gemini) (২১ মে-২০ জুন)
আজকের দিনটি আপনার রোমাঞ্চ এবং বিনোদনঘন আকার ধারণ করতে পারে। প্রিয় মিথুন, আজকের দিনে আপনি আনন্দ পাবেন।
কর্কট রাশি (Cancer) (২১ জুন-২০ জুলাই)
আজ আপনার অর্থ-ভাগ্য বিশেষ শুভ, ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। ফেসবুকে কারো সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।
সিংহ রাশি (LEO) (২১ জুলাই-২১ আগস্ট)
আজ পারিবারিক সমস্যা সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কারো চাকরি হতে পারে। হারানো প্রেমের সম্পর্ক নতুনভাবে গড়ে ওঠার সম্ভাবনা হতে পারে।
কন্যা রাশি (Virgo) (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। সব মিলিয়ে দিনটি ভালো যাবে।
তুলা রাশি (Libra) (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। কর্মস্থানে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হতে পারে। প্রেমের ক্ষেত্রে রোমাঞ্চ, দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক রাশি (Scorpio ) (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শরীর ভালো যাবে না, কারণে-অকারণে ব্যয় পরিহার করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি ভালো, নতুন কেনাকাটার সম্ভাবনা রয়েছে।
ধনু রাশি (Sagittarius) (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ভেঙে যাওয়া আপনজনের সঙ্গে নতুনভাবে যোগাযোগ হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্ক নতুন উঁকি দিচ্ছে। যাত্রা শুভ।
মকর রাশি (Capricorn) (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। যাত্রা শুভ।
কুম্ভ রাশি (Aguarius ) (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায় যোগাযোগ শুভ। কোনো ইস্যু থেকে অর্থ আসতে পারে। তাহলে দুশ্চিন্তার আর কোনো প্রয়োজন থাকল না।
মীন রাশি (Pisces) (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শুভ ভাব। আনন্দ বৃদ্ধি, গৃহে কল্যাণকর্ম, বন্ধুদর্শন। কেনাকাটা শুভ।
একটি ভুল সিদ্ধান্ত যেমন জীবনকে এলোমেলো করে দিতে পারে, তেমনি একটি সঠিক সিদ্ধান্ত জীবনকে অনেক অর্থবহ ও সুন্দর করে তুলতে পারে।