রাশিফল
সিংহের হবে শান্তিলাভ, বৃশ্চিক পাবে বন্ধু
আজ ৪ শ্রাবণ ১৪২২ বঙ্গাব্দ, ১৯ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ, ২ শাওয়াল ১৪৩৬ হিজরি । তিথি তৃতীয়া। আজ সূর্যোদয় ৫টা ৩৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৫১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার সংখ্যা # ২ # অধিপতি গ্রহ-চন্দ্র, বৈশিষ্ট্য পানি (বিপ্রর্বণ/ব্রাহ্মণ) সম (চর) তুঙ্গস্থান বৃষ, নিচস্থান বৃশ্চিক, প্রিয় মাস জ্যৈষ্ঠ ও শ্রাবণ, শুভ বার সোম। শুভ তারিখ সংখ্যা ২, ১১ ও ২০, শুভ রং সাদা ও হালকা বাদামি, শুভ ধাতু-রুপা, ধারণীয় মূল-ক্ষীরিকা মূল, শুভ রত্ন : মুন স্টোন/চন্দ্রকান্তি মণি-হীরা। আজকের দিনে আপনার শুভ কাজ করার সময় দিবা ৬টা ৩১ মিনিট, পরে ১০টা ২ মিনিটের মধ্যে। এবার দেখুন আপনার রাশিতে আজকের ভাগ্যের পূর্বাভাস।
মেষ (Aries ) (২১ মার্চ-২০ এপ্রিল)
সৌন্দর্যপিপাসু মন আজ খুব বিকশিত হয়ে উঠবে। সুন্দরকে খুঁজে নেওয়ার জন্য চোখ নতুন নতুন দিক ভেসে যাবে। সব মিলিয়ে দিনটি শুভ।
বৃষ (Taurus) (২১ এপ্রিল-২০ মে)
শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে। নতুন প্রেমের ছোঁয়া লাগতে পারে। আপনাকে সহজ করে বলছি, দিনটি দারুণ কাটবে।
মিথুন (Gemini) (২১ মে-২০ জুন)
আনন্দ, ধর্মপথে উন্নতি, সম্মান লাভ, মর্যাদা বৃদ্ধি নির্দেশ করে।
কর্কট (Cancer) (২১ জুন-২০ জুলাই)
শারীরিক ও মানসিক অস্থিরতা থাকবে। প্রেমিকের সঙ্গে ঝগড়া হতে পারে এবং মানসিক হোঁচট খাওয়ার আশঙ্কা আছে। এ ব্যাপারে সাবধান থাকবেন।
সিংহ (LEO ) (২১ জুলাই-২১ আগস্ট)
সৎসঙ্গ, শান্তিলাভ, বিপদত্রাণ আত্মক্ষতি অগ্রগতি নির্দেশ করে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
কন্যা (Virgo) (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
অকারণে শারীরিক অসুস্থতায় টাকা ব্যয় হতে পারে। পুরোনো কোনো রোগের পুনরাক্রমণ ঘটতে পারে। কোনো ধরনের আইনি ঝামেলায় জড়াতে পারেন।
তুলা (Libra) (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
অহেতুক মিথ্যা বদনাম হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। বিদেশযাত্রা অশুভ। টাকা লেনদেনে সাবধান।
বৃশ্চিক (Scorpio ) (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
চাকরিতে সম্মান, সৎ মিত্রপ্রাপ্তি, নতুন কাজ যোগাযোগ ব্যবসায়, উন্নতি রাজনৈতিক সাফল্য।
ধনু (Sagittarius) (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দেহ-মনের ওপর স্বস্তি ফিরে আসবে। চারদিকে অনেকটা রোদের আলো ঝলমলিয়ে উঠবে, এটুকু শুনে উদ্যমে আজ শুরু করে দিন। অনেক সাফল্য আছে।
মকর (Capricorn ) (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আজকের দিনে মানুষের প্রশংসা ও স্বীকৃতি জুটবে। আপনার এই কথার ওপর আস্থা রেখে চলুন, দেখবেন দিনের শেষে কী হয়।
কুম্ভ (Aguarius) (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সবদিকে যখন অন্ধকার গাঢ় হয়ে আসে, তখন তো আলো ফুটে ওঠার সময়। বর্তমান সময়টা আপনার জন্য হতাশার বলে মনে হয়। তবে যাত্রাপথে একটু সাবধান থাকবেন।
মীন (Pisces) (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কোনো ব্যাপারে আজ একটু বিব্রত হতে পারেন। তবে এই বিব্রত হওয়া মানে বিপাকে পড়া নয়। তবে আপনি নিজের মতো থাকুন।
একটি ভুল সিদ্ধান্ত যেমন জীবনকে এলোমেলো করে দিতে পারে, তেমনি একটি সঠিক সিদ্ধান্ত জীবনকে অনেক অর্থবহ ও সুন্দর করে তুলতে পারে।