রাশিফল
তুলা পাবে স্বীকৃতি, বৃশ্চিক থাকুন নিশ্চিন্ত
আজ ৬ শ্রাবণ ১৪২২ বঙ্গাব্দ, ২১ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ, ৪ শাওয়াল ১৪৩৬ হিজরি। তিথি পঞ্চমী। সূর্যোদয় ৫টা ৩৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৫০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার সংখ্যা # ১ # অধিপতি গ্রহ-রবি, বৈশিষ্ট্য অগ্নি (ক্ষত্রীয় বর্ণ), বিষম স্থির তুঙ্গস্থান মেষ, নিচস্থান তুলা, প্রিয় মাস বৈশাখ, ভাদ্র, শুভ বার রবি। শুভ তারিখ সংখ্যা ১, ১০ শুভ রং সোনালি, তামাটে, বারগেন্ডি ও সাদা, শুভ ধাতু-তামা ও সোনা, ধারণীয় মূল-বিল্বমূল, শুভ রত্ন : রুবি/চুনি। আজকের দিনে আপনার শুভ কাজ করার সময় দিবা ৮টা ১৭ মিনিট, পরে ১০টা ৫৪ মিনিটের মধ্যে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব বিল ক্লিনটন, বারাক হোসেন ওবামা, ইয়াসির আরাফাত। এবার দেখুন, আপনার রাশিতে আজকের ভাগ্যের পূর্বাভাস।
মেষ (Aries) (২১ মার্চ-২০ এপ্রিল)
বেকারদের কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পাওনা আদায়ে তৎপর হোন। ভেঙে যাওয়া প্রেম জোড়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃষ (Taurus) (২১ এপ্রিল-২০ মে)
আজ প্রবাসী কারো সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। প্রিয়জনের কাছ থেকে সুখবর আসবে। হঠাৎ করে হাতে টাকা-পয়সা চলে আসতে পারে।
মিথুন (Gemini) (২১ মে-২০ জুন)
চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে। বেকারদের ব্যবসায়ী উদ্যোগ সফল হতে পারে। নতুন বাড়ি করার জন্য দিনটি শুভ।
কর্কট (Cancer) (২১ জুন-২০ জুলাই)
আজ আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি মানতে না পারে। প্রেমের সম্পর্কে ফাটল ধরতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। দূরের যাত্রায় সাবধান।
সিংহ (Leo) (২১ জুলাই-২১ আগস্ট)
ব্যবসায়িক ক্ষেত্রে কারো জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। রাজনীতির কারণে আপনার পরিচিতি বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার মনের আকাশের আজ কালো মেঘ দূর হতে পারে। প্রিয় সিংহ, আজ ভালো থাকবেন।
কন্যা (Virgo) (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আজ আপনাকে সতর্ক থাকতে হতে পারে। সমন্বিত বিনিয়োগ করবেন না। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি নাও রাখতে পারেন। ভ্রমণ শুভ।
তুলা (Libra) (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আজকের দিনে ছাত্রছাত্রীদের সৃজনশীল কাজের জন্য স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমা বা অন্য কোনো জটিল কাজের সমাধান হতে পারে।
বৃশ্চিক (Scorpio) (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আজ আপনার মন যেন এলোমেলো না হয়। কোথা থেকে যেন আনন্দের বাতাস ছুটে আসবে আপনার দিকে। মন ভর যাবে। এই আনন্দ নিয়ে আপনি নিশ্চিন্ত থাকুন। আমাকে ধন্যবাদ জানাবেন।
ধনু (Sagittarius) (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আজ আপনি কোনো কাজে থেমে থাকবেন না। এগিয়ে যান। কাজেই আত্মবিশ্বাসে চিড় ধরার কোনো ব্যাপার আপনার নেই। আপনার সমস্যা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। প্রিয় ধনু, কেনাকাটা শুভ।
মকর (Capricorn) (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শরীরটা মোটামুটি ভালো যাবে। মানসিক শান্তি বজায় থাকবে। নতুন প্রেমের ছোঁয়া লাগতে পারে। আপনাকে সহজ করে বলছি, দিনটি দারুণ কাটবে।
কুম্ভ (Aguarius) (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কোনো ব্যাপারে আজকে একটু মন খারাপ হতে পারে। তবে এই মন খারাপ মানে বিপদ নয়। আজকে আপনি নিজের মতো থাকুন। যাত্রাপথে একটু সাবধান থাকবেন।
মীন (Pisces) (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনের শুরুতে আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।