রাশিফল
মকরের ব্যয় বৃদ্ধি, মীন মাথা ঠান্ডা রাখুন
আজ ৯ শ্রাবণ ১৪২২ বঙ্গাব্দ, ২৪ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ, ৭ শাওয়াল ১৪৩৬ হিজরি। তিথি অষ্টমী । সূর্যোদয় ৫টা ৩৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৫০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার সংখ্যা # ১ # অধিপতি গ্রহ-রবি, বৈশিষ্ট্য অগ্নি (ক্ষত্রীয় বর্ণ), বিষম স্থির তুঙ্গস্থান মেষ, নিচস্থান তুলা, প্রিয় মাস বৈশাখ ও ভাদ্র, শুভ বার রবি। শুভ তারিখ সংখ্যা ১ ও ১০, শুভ রং সোনালি, শুভ ধাতু-সোনা, তামা। ধারণীয় মূল-বিল্বমূল, শুভ রত্ন : রুবি/চুনি। আজকের দিনে আপনার শুভ কাজ করার সময় দিবা ৭টা ২৬ মিনিট, পরে ১০টা ৫৪ মিনিটের মধ্যে। এবার দেখুন, আপনার রাশিতে আজকের ভাগ্যের পূর্বাভাস।
মেষ (Aries ) (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনের শুরুতে প্রিয়জনের কাছ থেকে সুখবর পেতে পারেন। বিদেশযাত্রায় নতুন সুযোগ আসতে পারে। আজ হাতে টাকা-পয়সা চলে আসতে পারে।
বৃষ (Taurus) (২১ এপ্রিল-২০ মে)
বেকারদের কারো কারো নতুন চাকরি হতে পারে। কোনো ব্যাপারে চুক্তির জন্য দিনটি শুভ।
মিথুন (Gemini) (২১ মে-২০ জুন)
দিনের শুরুতে আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। সম্ভাব্য ব্যবসার ক্ষেত্রে লাভের সম্ভাবনা আছে।
কর্কট (Cancer) (২১ জুন-২০ জুলাই)
চাকরি ক্ষেত্রে পদস্থ ব্যক্তিদের সহযোগিতা পাবেন। বিবাহিতদের জন্য দিনটি শুভ। শিক্ষার্থীদের কারো কারো জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে।
সিংহ (Leo) (২১ জুলাই-২১ আগস্ট)
আত্মীয়দের কারো সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। মনোবল বৃদ্ধি পেতে পারে।
কন্যা (Virgo) (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শারীরিকভাবে অসুস্থ হতে পারেন। যে কোনো ধরনের সামাজিক অবস্থায় বদনাম হতে পারে। দূরের যাত্রায় সাবধানতা অবলম্বন করতে হবে।
তুলা (Libra) (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
পারিবারিক প্রসন্নতা, রোগমুক্তি, শিক্ষায় সফলতা আসবে। মনের মতো সাফল্য লাভ হতে পারে। অর্থ ক্ষতি, রাজনৈতিক সফলতা আসবে।
বৃশ্চিক (Scorpio) (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
চাকরিতে সম্মানপ্রাপ্তি। পারিবারিক চিন্তা, প্রেমে নৈরাশ্য।
ধনু (Sagittarius) (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
স্বাধীন পেশায় লাভবান। প্রিয়জনের সান্নিধ্য, আজ শিক্ষায় সফলতা, দূরের যাত্রা শুভ। প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি ভালো যাবে।
মকর (Capricorn) (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
বাবার জন্য চিন্তা হতে পারে। দুর্ঘটনা, ব্যয় বৃদ্ধি পাওয়ার শঙ্কা আছে।
কুম্ভ (Aguarius) (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যক্তিত্ব নিয়ে চিন্তায় থাকতে পারেন। অবৈধ প্রেমে বদনাম হবে। পারিবারিক অশান্তি, সমালোচনা বৃদ্ধি পাবে। প্রশাসনিক চাপ প্রবল থাকবে। আপনার জন্য ভ্রমণ অশুভ।
মীন (Pisces) (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আজ আপনার সামনে অনেক কাজ এসে পড়বে। যদি ঠিকমতো করতে চান, তাহলে মাথা ঠান্ডা রাখুন। মনে রাখবেন, রেগে গেলেন তো হেরে গেলেন।
একটি ভুল সিদ্ধান্ত যেমন জীবনকে এলোমেলো করে দিতে পারে, তেমনি একটি সঠিক সিদ্ধান্ত জীবনকে অনেক অর্থবহ ও সুন্দর করে তুলতে পারে।