রাশিফল
তুলা পাবেন চাকরি, ধনু পাবেন স্বীকৃতি
আজ ১৩ শ্রাবণ ১৪২২ বঙ্গাব্দ, ২৮ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ, ১১ শাওয়াল, ১৪৩৬ হিজরি। তিথি দ্বাদশী। আজ সূর্যোদয় ৫টা ৩৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার সংখ্যা # ১ # অধিপতি গ্রহ-রবি, বৈশিষ্ট্য অগ্নি (ক্ষত্রীয় বর্ণ) বিষম স্থির, তুঙ্গস্থান- মেষ, নিচস্থান- তুলা, প্রিয় মাস বৈশাখ ও ভাদ্র, শুভ বার রবি। শুভ সংখ্যা-১/১০, শুভ রং সোনালি ও সাদা, শুভ ধাতু-সোনা ও তামা, ধারণীয় মূল-বিল্বমূল, শুভ রত্ন : রুবি ও চুনি। আজকের দিনে আপনার শুভ কাজ করার সময় দিবা ৮টা ১৯ মিনিট, পরে ১০টা ৫৪ মিনিটের মধ্যে। এবার দেখুন আপনার রাশিতে আজকের ভাগ্যের পূর্বাভাস।
মেষ (Aries) (২১ মার্চ-২০ এপ্রিল)
প্রিয় মেষ, ব্যবসায় কি টানাপড়েনের মধ্যে আছেন? আজ এই চিন্তা একেবারেই ঝেড়ে ফেলুন। কারণ, ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ হতে পারে আপনার। এখন তো শুধু টাকার অঙ্ক বাড়ার সময়। তাই না? দাম্পত্য সম্পর্ক বেশ ভালোই যাবে মনে হচ্ছে। এবার অন্তত খুনসুটে স্বভাবটা ছেড়ে দিন। দেখবেন, শুধু আজ কেন, আজীবনই দাম্পত্যে সুখের আমেজ থাকবে।
বৃষ (Taurus) (২১ এপ্রিল-২০ মে)
সব দিন কি আর সমান হয় বলেন? আজ আপনার দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। চিন্তার কিছু নাই। ভালো-খারাপ মিলিয়েই জীবন। তবে একটু সাবধান। আজ কোনো ধরনের সামাজিক সংকটে জড়িয়ে পড়তে পারেন, কোনো দুঃসংবাদও পেতে পারেন। খবরদার, একেবারেই উত্তেজিত হবেন না। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। মনে রাখবেন, সব সমস্যারই সমাধান আছে।
মিথুন (Gemini) (২১ মে-২০ জুন)
সাফল্যের পেছনে তো অনেক ছুটলেন। এবার একটু দাঁড়ান। আরে চিন্তা করেন কেন? আজ আপনার উপস্থিত বুদ্ধিক্ষমতা, বাস্তব পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমের জন্য সাফল্যই আপনার পেছনে ছুটে বেড়াবে। তার পর আপনাকে আর কে পায়। দেখলেন তো, ধৈর্যের ফল সত্যিই মিঠা।
কর্কট (Cancer) (২১ জুন-২০ জুলাই)
প্রিয় কর্কট, আজ সকাল সকালই কাজকাম শুরু করে দিন। পারলে দিনের শুরুতে কোনো গুরুত্বপূর্ণ কাজ সেরে নিন। না হলে অযথাই কোনো মিথ্যা প্রবঞ্চনায় জড়িয়ে পড়তে পারেন। আপনার তো দেখছি দূরের যাত্রাও শুভ নয়। তাই খামোখা বাইরে না গিয়ে কাজ করাই ভালো। কী বলেন?
সিংহ (Leo) (২১ জুলাই-২১ আগস্ট)
কত দিন বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া হয় না। আচ্ছা, ছোটবেলার সব বন্ধুর নাম মনে আছে আপনার? মনে না থাকলে আজ কিন্তু ভীষণ লজ্জায় পড়তে পারেন আপনি। কারণ, আজ আপনার পূর্বপরিচিত কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। তবে বন্ধুকে পেয়ে সবকিছু আবার ভুলে যাবেন না। নিজের শরীর-স্বাস্থ্যের প্রতিও একটু নজর রাখুন।
কন্যা (Virgo) (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কন্যার তো দেখছি লাভই লাভ। আজ অর্থভাগ্য ভালো হওয়ার সম্ভাবনা আছে। তবে টাকা পেয়ে বন্ধুদের কথা ভুলে যাবেন না কিন্তু। কারণ বিপদে পড়লে এই বন্ধুরাই আপনাকে সহযোগিতা করবে। ব্যক্তিগত দায়দায়িত্ব কিছুটা বৃদ্ধি পাবে। ভালো তো। বড় হচ্ছেন যে এটাই তার প্রমাণ। শত্রুকে এড়িয়ে চলার চেষ্টা করুন। কী লাভ অযথা বিপদ বাড়িয়ে? আর কন্যার প্রেমে সাফল্য থাকবে না, তা কী হয়?
তুলা (Libra) (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
যাঁরা এত দিন ধরে চাকরির পেছনে ঘুরছেন, তাঁদের বলছি, নো টেনশন। কারণ আজ আপনার বেকারত্বের দিন শেষ হতে পারে। চাকরি নাই তো প্রেমও ব্যর্থ, তাই না? আবার চাকরি পেলে সেই প্রেমই ফিরে আসে। তুলা জাতক/জাতিকা আজ সেই ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে কিন্তু। সাবধান, এবার যেন আর প্রেম হাতছাড়া হয় না।
বৃশ্চিক (Scorpio) (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
সুসংবাদগুলো প্রিয়জনরাই আগে দেয়। তাই না? বৃশ্চিক জাতক/জাতিকা প্রিয়জনরা আপনার অপেক্ষায় আছে সুসংবাদ দেওয়ার জন্য। তাহলে আর দেরি কেন? আরেকটা সুসংবাদ আপনাকে আমি দিই। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় কড়া নাড়তে পারে। তাই একটু নেড়েচেড়ে বসুন। এই সংবাদটা শুনে নিশ্চয়ই মনটা খুশিতে ভরে গেল?
ধনু (Sagittarius) (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। এতদিন চুপ থেকে কোনো লাভ হলো আপনার। দেখলেন তো, নিজে এগিয়ে না গেলে কোনো সমস্যার সমাধান হয় না। সমস্যা সমাধান করবেন আর স্বীকৃতি পাবেন না, তা কী হয়? মনে রাখবেন, ভালো কাজের স্বীকৃতি সব সময় পাওয়া যায়।
মকর (Capricorn) (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আজ হঠাৎ করেই হাতে টাকা-পয়সা চলে আসতে পারে। তবে খরচটা একটু বুঝেশুনে করাই ভালো। টাকা জমাতে শিখুন। বুঝলেন? টাকার সঙ্গে জ্ঞান জমানোরও সুযোগ রয়েছে আপনার। আজ বিশিষ্ট লোকের সান্নিধ্য লাভ হতে পারে। সুযোগটা কাজে লাগান। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। আর হবেই বা না কেন বলুন? যেখানে প্রেম থাকে, সেখানে দিন তো শুভ হবেই!
কুম্ভ (Aguarius) (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
প্রিয় কুম্ভ, আজ কর্মপরিবেশ আপনার অনুকূলে থাকবে। কর্মস্থলে ঊর্ধ্বতন বসদের সহযোগিতাও বেশ ভালোই পাবেন। ব্যস, ফুর্তির মধ্য দিয়েই কাজের সময়টা পার করুন। পারলে ছুটির দিনটাতে কোথাও থেকে একটু ঘুরে আসুন। এবারের ভ্রমণ বেশ আনন্দদায়কই হবে আপনার জন্য।
মীন (Pisces ) (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
মীন জাতক/জাতিকা, আজ যেকোনো চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। একটু সচেতন থাকলেন। এই আর কী। আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। একটি ভুল সিদ্ধান্ত যেমন জীবনকে এলোমেলো করে দিতে পারে, তেমনি একটি সঠিক সিদ্ধান্ত জীবনকে অনেক অর্থবহ ও সুন্দর করে তুলতে পারে। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।