রাশিফল
মেষের প্রেমে সাফল্য, চক্ষুশূল হবেন বৃশ্চিক
আজ ১৮ শাবণ ১৪২২ বঙ্গাব্দ, ২ আগস্ট ২০১৫ খ্রিস্টাব্দ, ১৬ শাওয়াল ১৪৩৬ হিজরি। তিথি দ্বিতীয়া। আজ সূর্যোদয় ৫টা ৩৯ মিনিট এবং সূর্যাস্ত ৬টা ৪৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার সংখ্যা # ১ # অধিপতি গ্রহ-রবি, বৈশিষ্ট্য অগ্নি (ক্ষত্রীয় বর্ণ) বিষম স্থির, তুঙ্গস্থান- মেষ, নিচস্থান- তুলা, প্রিয় মাস বৈশাখ ও ভাদ্র, শুভ বার রবি। শুভ সংখ্যা-১/১০, শুভ রং সোনালি ও সাদা, শুভ ধাতু-সোনা ও তামা, ধারণীয় মূল-বিল্বমূল, শুভ রত্ন : রুবি ও চুনি। আজকের দিনে আপনার শুভ কাজ করার সময় দিবা ৬টা ৩৬ মিনিট, পরে ১০টা ৩ মিনিটের মধ্যে। এবার দেখুন আপনার রাশিতে আজকের ভাগ্যের পূর্বাভাস।
মেষ (Aries ) (২১ মার্চ-২০ এপ্রিল)
আজ আপনি কোনো ব্যাপারে অতিরিক্ত মাথা ঘামাবেন না বলে দিচ্ছি। এতে লোকসানটা কিন্তু আপনারই হবে। নিজের কাছে পরিষ্কার থাকুন। আজ আপনার নিজের বিবেক দ্বারা পরিচালিত হওয়া জরুরি। বিবেক কখনো ভুল বলবে না। তবে প্রেমে সাফল্য দেখা দিতে পারে। সেদিকটাতেও নজর রাখুন।
বৃষ (Taurus) (২১ এপ্রিল-২০ মে)
কোনো আত্মীয়ের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। তো বসে আছেন কেন? এখনই কোমর বেঁধে নেমে পড়ুন। আর্থিক লেনদেন বেশ শুভ। নতুন কাজ হাতে আসতে পারে। তবে সিদ্ধান্তটা বুঝে-শুনে নেবেন। ভুল করার চেয়ে আগে চিন্তা করা ভালো।
মিথুন (Gemini) (২১ মে-২০ জুন)
ব্যবসা-বাণিজ্যে, লেনদেনে লাভবান হবেন। তবে সমন্বিত বিনিয়োগ শুভ নয়। তাই একাই ব্যবসায় হাত দিন। পুরোনো প্রেমের সম্পর্কে জোড়া লাগতে পারে। তবে সম্পর্ক নতুন করে শুরু করবেন কি না আগে ভেবে দেখুন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। রাজনীতিতে ইতিবাচক বেশ ভালোই সাড়া পাবেন দেখছি।
কর্কট (Cancer) (২১ জুন-২০ জুলাই)
কোনো জটিল ব্যাপারে দ্বিধার মুখোমুখি হতে পারেন। কাটিয়ে ওঠার চেষ্টা করুন। না হলে বিপদে পড়ার আশঙ্কা থাকবে। প্রিয় কর্কট, চিন্তার কোনো কারণ নেই। আমি বলছি এগিয়ে যান। কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। জয় আপনার হবেই।
সিংহ (LEO ) (২১ জুলাই-২১ আগস্ট)
আজ কেউ আপনাকে অতিরিক্ত প্রশংসা করতে পারে। এই প্রশংসায় বড় বড় কীর্তিকে নষ্ট করে দিতে পারে। তাই আপনি অতিরিক্ত প্রশংসা গায়ে মাখবেন না। যা করছেন নিজের মতো করে করুন। ভালো করলে মানুষ তো বলবেই! এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো মানে নেই। এভাবে চললে দিন ভালো যাবে।
কন্যা (Virgo) (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আজ আপনার হাতে টাকা আসতে পারে। খরচটা বুঝেশুনে করুন। আপনার ভালোর জন্যই বলছি। হারানো প্রেম আবার ফিরে আসতে পারে। ভাগ্য আজ সুপ্রসন্ন থাকবে আশা করছি। পারলে দূরে কোথাও ঘুরে আসুন। কারণ আজ আপনার দূরের যাত্রা বেশ শুভ।
তুলা (Libra) (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বাড়তে পারে। একটু না হয় ব্যস্ত থাকলেনই। লাভ আপনারই হবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। আপনি লাভবান হতে পারেন। এবার চিন্তা ঝেড়ে ফেলে মন খুলে হাসুন।
বৃশ্চিক (Scorpio) (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ছাত্রছাত্রীদের জন্য দিনটি শুভ। প্রিয় বৃশ্চিক, নতুন শুভ কাজে আপনার সুনাম আসতে পারে। তবে একেবারেই হেলাফেলা করা চলবে না। কারণ এই সুনাম অন্যের চক্ষুশূল হতে পারে। তাই সাবধান। স্বাস্থ্য বেশ ভালোই যাবে মনে হচ্ছে।
ধনু (Sagittarius) (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
প্রিয় ধনু আজ আপনার অর্থলাভের আশা আছে। তবে সঞ্চয় করতে শিখুন। ভবিষ্যতে কাজে লাগবে। ফেসবুকে প্রেমের সূচনা হতে পারে। তবে সিদ্ধান্তটা বুদ্ধি করে নেওয়াই ভালো। স্বাস্থ্য ভালো যাবে। তবে রাজনীতি-সংশ্লিষ্ট কর্মকাণ্ড এড়িয়ে চলুন। দেখবেন, ভালো থাকবেন।
মকর (Capricorn) (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
মকর জাতক-জাতিকার শরীর মোটামুটি ভালো যাবে। মানসিক শান্তি বজায় থাকবে। একেবারে নিশ্চিন্তে থাকুন। যাবতীয় যাত্রা এবং যোগাযোগ শুভ। ভালোই তো আছেন আপনি। তাই আযথা চিন্তা করে লাভ কি বলুন?
কুম্ভ (Aguarius) (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আজ আপনার সব কাজের উপস্থিতি চমকপ্রদ হবে। কর্তৃপক্ষের কাছ থেকে নানাভাবে উপকৃত হবেন। এবার আর আপনাকে কে দমিয়ে রাখে বলুন। ছাত্রছাত্রীদের জন্য দিনটি ভালো যাবে। সবকিছু মিলিয়ে ভালো একটা সময় পার করবেন বলে মনে হচ্ছে।
মীন (Pisces) (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
অপ্রিয় সত্য কথা বলবেন না। কারণ, আজ আপনার শত্রুতা বৃদ্ধি পেতে পারে। যদি কোনো কাজ আসে, তাহলে সাবধানতা অবলম্বন করুন। তাহলে সহজেই বিপদ এড়াতে পারবেন। যাত্রাপথে সাবধান।