হানি ফ্রেঞ্চ টোস্ট
বিকেলে নাশতার টেবিলে স্ন্যাকস হিসেবে হানি ফ্রেঞ্চ টোস্ট হলে মন্দ হয় না, তাই না? পাউরুটি আর মধুর মিশ্রণে তৈরি দারুণ সুস্বাদু এই স্ন্যাকটি খুবই স্বাস্থ্যকর এবং খেতেও অসাধারণ। তাই আর দেরি না করে আজই নাশতার টেবিলে পরিবেশন করুন হানি ফ্রেঞ্চ টোস্ট। খুব সহজে তৈরির রেসিপিটি দেওয়া হয়েছে টাইমস অব ইন্ডিয়ায়। জেনে নিন এই রেসিপির প্রয়োজনীয় উপকরণ এবং প্রস্তুত প্রণালি।
উপকরণ : পাউরুটি চার টুকরো, দুধ আধা কাপ, ডিম একটি, মধু এক টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স আধা চা চামচ, গরম মসলার গুঁড়া সামান্য এবং মাখন এক টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি : প্রথমে একটি বাটিতে দুধ, ডিম, মধু ও ভ্যানিলা এসেন্স একসঙ্গে মিশিয়ে নিন। এবার পাউরুটির টুকরোগুলো এই মিশ্রণে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। এবার একটি প্যানে মাখন দিয়ে গরম করুন। অল্প আঁচে মধুর মিশ্রণে মেশানো পাউরুটিগুলো হালকা ভেজে নিন। বাদামি হয়ে গেলে এর ওপর সামান্য মধু দিয়ে এক মিনিট পর প্লেটে তুলে নিন। ব্যস, তৈরি হয়ে গেল মজাদার হানি ফ্রেঞ্চ টোস্ট।