ওয়েস্টিনে আরব্য খাবারের উৎসব
রাজধানীর ওয়েস্টিন হোটেলে অ্যারাবিয়ান দারুণ সব মুখরোচক খাবারের উৎসব হতে চলেছে। আজ ১৩ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত ওয়েস্টিনের সিজনাল টেস্টস রেস্টুরেটে ‘অ্যারাবিয়ান সাফারি’ নামে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। এ উৎসব চলাকালে আরব অঞ্চলের খাবারের পসরা সাজানো থাকবে। তবে লোভনীয় এসব খাবার শুধু রাতেই খেতে পারবেন।
অ্যারাবিয়ান ফুড ফেস্টিভ্যালের ডিনারের আয়োজনে থাকবেন সিরিয়ার বিখ্যাত শেফ রিমন এমদাদ ওবাইদ। সিরিয়া এবং অন্যান্য অ্যারাবিয়ান খাবারের সত্যিকারের স্বাদ দিতে এই পুরো আয়োজনের তত্ত্বাবধায়নে তিনিই থাকবেন।
নানা স্বাদের কাবাব, মিজ, ওজি, শর্মা ও ট্যাগিংসের স্বাদ নিতে আজই চলে যান হোটেল ওয়েস্টিনের সিজনাল রেস্টুরেন্টে। যেখানে সিরিয়া থেকে লেবানন, জর্ডান থেকে কুয়েত, সৌদি আরব থেকে কাতার—সব ধরনের অ্যারাবিয়ান খাবারের স্বাদ পাবেন আপনি। এই অতুলনীয় খাবারের স্বাদ নিতে আপনাকে খরচ করতে হবে জনপ্রতি পাঁচ হাজার টাকা। তাই দেরি না করে ভিন্ন স্বাদের এই আরব্য খাবারের উৎসবে আজই যোগ দিন।