আইসক্রিমে ফিউশন
আইসক্রিম পার্লার হিসেবে এ দেশে কমবেশি সবারই চেনা মুভ এন পিক। রেস্টুরেন্টে বসে আইসক্রিমের ভিন্ন স্বাদ দিতে বেশ কদর রয়েছে এই পার্লারটির। আইসক্রিমকে থিম ধরেই সাজানো হয়েছে পার্লারের ইন্টেরিয়র। বলছি, মুভ এন পিক আইসক্রিম পার্লারের কথা। উত্তরা, গুলশান, বনানী ও ধানমণ্ডিতে রয়েছে এর আউটলেট। তাই আপনি ঢাকার যে এলাকায় থাকেন না কেন, যেতে পারেন খুব সহজেই।
মুভ এন পিক মূলত সুইজারল্যান্ডের একটি চেইনশপ। আর আইসক্রিমের স্বাদ রাখা হয়েছে অভিন্ন। তাই এই ঈদে ভিনদেশি আইসক্রিমের অভিন্ন স্বাদ নিতে চলে যেতে পারেন তাদের যেকোনো আউটলেটে। ঢাকায় মুভ এন পিকয়ের এখন মোট চারটি পার্লার রয়েছে। এ ছাড়া আরো অনেক ফাস্টফুড, লাউঞ্জ, ক্যাফে কিংবা ক্লাবেও সুইস ব্র্যান্ডের এই আইসক্রিমের দেখা মিলবে। ২০০০ সালে রাজধানীতে যাত্রা শুরু করে মুভ এন পিক। আইসক্রিমের এই ফ্র্যাঞ্চাইজের সবচেয়ে জনপ্রিয় ও জমজমাট দোকান গুলশান এভিনিউতে, যেখানে একসঙ্গে ১১২ জনের বসার ব্যবস্থা রয়েছে। আইসক্রিমের পাশাপাশি পাওয়া যাবে বিভিন্ন স্বাদের কফি, স্যান্ডউইচ, ওয়াফেল প্যান কেক ও টাটকা ফলের জুস।
সারা বছরই এখানে ২২ রকম স্বাদের আইসক্রিম পাওয়া যায়। যদিও অনেকেই এখানে শুধুই সুইস চকলেটের স্বাদ নিতে আসেন। কাপ কিংবা কোনে স্কুপ আইসক্রিম খেয়ে শরীর ও মন জুড়িয়ে নেওয়ার পর চাইলে ঘরের মানুষের জন্য বক্সে করেও নিয়ে যেতে পারবেন। ১৭৫ এমএল থেকে শুরু করে পাঁচ লিটারের বক্স পাওয়া যায়। দাম ৪৫০ থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত। আর কাপে খেতে চাইলে ভ্যাটসহ প্রতি স্কুপের দাম পড়বে ২২৫ ও কোনের জন্য খরচ করতে হবে ২৯৫ টাকা। এ ছাড়া পাবেন কোল্ড কফি, বিভিন্ন ধরনের শেক। থাকছে মিক্সড ফ্রুট আইসক্রিম প্যাক, যা খেতে খরচ হবে ৫৫০ থেকে ৭৫০ টাকা।