এবার কফি ওয়ার্ল্ড বনানীতে
রাজধানীর বনানীতে উদ্বোধন করা হলো ‘কফি ওয়ার্ল্ড’-এর নতুন আউটলেট। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই আউটলেটের। এখানে বিভিন্ন ধরনের কফির পাশাপাশি নানা রকমের নতুন স্বাদের স্যান্ডউইচ ও সালাদ পাওয়া যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাসেন্ট গ্রুপের মানবসম্পদ বিভাগের জেনারেল ম্যানেজার সোনিয়া ফারজানা ইসলাম ও মুখ্য প্রকিউরমেন্ট কর্মকর্তা ইমতিয়াজ করিম উপস্থিত ছিলেন।
বনানী খেলার মাঠের কাছে কে ব্লকের ২৭ নম্বর সড়কের ৬৫ নম্বর বাড়িতে কফি ওয়ার্ল্ডের নতুন এই আউটলেটে ওয়াইফাই সুবিধা ও লাউঞ্জে বসে খাবার খাওয়ার সুযোগের সাথে ঘরে বসে ফুডপান্ডা ও হাংরিনাকির মাধ্যমে অর্ডার দেওয়ারও ব্যবস্থা রয়েছে।
অ্যাসেন্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অ্যাটসেট্রা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড পরিচালিত ‘কফি ওয়ার্ল্ড’ ২০০৬ সাল থেকে খাদ্যরসিকদের জন্য বিভিন্ন রকমের কফি, পানীয় ও অন্যান্য খাবার পরিবেশন করে আসছে। এর অন্য আউটলেটগুলো রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বর, বনানীর ১১ নম্বর, ও উত্তরার জসিমউদ্দিন সড়কে অবস্থিত।