চাকরির সাক্ষাৎকারের আদবকেতা
আপনি অনেক স্মার্ট, অন্য যে কারো চেয়ে যোগ্যতায় কম যান না। লেখাপড়ায় সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন কিন্তু চাকরির জন্য সাক্ষাৎকার দিতে গিয়ে সামান্য অসচেতনতার কারণে চাকরিটা নাও হতে পারে।
অনেকেই চাকরির সাক্ষাৎকারে দিতে গিয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। আপনার বুদ্ধিমত্তা, চালচলন এবং বিপদ মোকাবিলা করার ক্ষমতাই সাক্ষাৎকারে আপনাকে চাকরি প্রাপ্তির জন্য এগিয়ে রাখবে।
এর জন্য কিছু আদবকেতা বা ম্যানার্স আপনাকে সাক্ষাৎকারের সময় মেনে চলতে হবে। চাকরির সাক্ষাৎকারের কিছু বিশেষ দিক নিয়ে প্রতিবেদন করেছে লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট ‘অ্যাবাউট’। চাকরিপ্রার্থীরা চোখ বুলিয়ে নিতে পারেন সাক্ষাৎকারের আদবকেতার বিষয়ে
- পোশাক বাছাইয়ের ক্ষেত্রে সচেতন হতে হবে। অতিরিক্ত জমকালো পোশাক না পরাটাই ভালো। পরিপাটি, মার্জিত পোশাক বেছে নিন ইন্টারভিউর জন্য।
- পুরুষরা ফরমাল পোশাক যেমন শার্ট-প্যান্ট, স্যুট-টাই পরুন। আর মেয়েরা শাড়ি বা সালোয়ার-কামিজ পরার চেষ্টা করুন।
- পালিশ করা জুতা পরুন। খেয়াল রাখবেন হাটার সময় যেন জুতার শব্দ না হয়।
- ইন্টারভিউতে সময়মতো পৌঁছানোর চেষ্টা করুন। পারলে কিছুক্ষণ আগে গিয়ে বসে থাকুন।
- প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে রাখুন। চাইলেই যেন দেখাতে পারেন।
- রুমে ঢুকে ঢোকার আগে অনুমতি নিন অথবা দরজায় টোকা দিয়ে ঢুকুন।
- ইন্টারভিউর সময় অতিরিক্ত কথা বলবেন না। যা প্রশ্ন করা হবে তারই উত্তর দিবেন।
- জড়োসড়ো হয়ে কথা বলবেন না। আত্মবিশ্বাসের সাথে প্রশ্নের উত্তর দিন।
- প্রতিটি প্রশ্নের সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করুন।
- আগের অফিসের বদনাম করবেন না। বিশেষ করে বস সম্পর্কে কোনো নেতিবাচক কথা বলবেন না।
- আগেই বেতন কেমন হবে জানতে চাইবেন না। যখন বুঝবেন চাকরি হয়ে গেছে তখন বেতন নিয়ে খোলামেলা আলোচনা করে নিন।
- ছুটি কেমন দেওয়া হয় জানতে চাইবেন না। এতে আপনার ওপর নেতিবাচক ধারণা হতে পারে।
- চাকরির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কথা বলুন। অযথা অন্য বিষয়ে কথা বলবেন না।
- ইন্টারভিউ বোর্ডের বসদের দিকে তাকিয়ে কথা বলবেন। কথা বলার সময় এদিক ওদিক তাকাবেন না।
- কথা বলার সময় বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখুন।
- কোনো প্রশ্নের উত্তর না জানলে কিছুক্ষণ ভাবুন, তারপর বিনয়ের সাথে বলুন, উত্তরটা আপনার জানা নেই। বানিয়ে ভুল উত্তর দেওয়ার চেষ্টা করবেন না।
- যে প্রতিষ্ঠানে চাকরির জন্য গেছেন, সে প্রতিষ্ঠানটি সম্পর্কে আগে থেকে কিছু তথ্য জেনে রাখুন। কিছু না জানলে জিজ্ঞেস করে নিতে পারেন।
- কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে যেন আপনার ব্যক্তিগত আবেগ, অনুভূতি প্রকাশ না পায়।
- ইন্টারভিউ বোর্ডে পরিচিত ব্যক্তি থাকলে প্রকাশ করা যাবে না।
- সিভির সাথে কথার যেন মিল থাকে।
- ইন্টারভিউ শেষে সালাম দিয়ে ধন্যবাদ জানিয়ে বের হয়ে আসুন।