তেলতেলে ত্বক, কী করবেন
তৈলাক্ত ত্বকের অধিকারিণীরা গরমের সময় ত্বক নিয়ে অনেক সমস্যায় ভোগেন। কারণ এ সময়ে ত্বক অনেক বেশি ঘামায়। যার ফলে ত্বকে ব্রণ, র্যাশের মতো বিভিন্ন সমস্যা দেখা দেয়। তাই এ সময় চাই একটু বাড়তি যত্ন। মনে রাখবেন প্রতিদিন রূপচর্চা করলে ত্বক আপনার নিয়ন্ত্রণে থাকবে।
রেড বিউটি সেলুনের স্বত্বাধিকারিণী আফরোজা কামাল বলেন, ‘গরমের এই সময়টাতে ত্বকে তেলের পরিমাণ বেড়ে যায়। তাই একটু বাড়তি পরিচর্যা আর সাবধানতা ত্বকের তেল কমাতে সাহায্য করে। নিয়মিত পরিচর্যার মাধ্যমেই ত্বকের তৈলাক্ততা দূর করা সম্ভব।’
তৈলাক্ত ত্বকরে তেলের সমস্যা সমাধানে কয়েকটি পরামর্শ দিয়েছেন বিউটি এক্সপার্ট আফরোজা পারভিন। জেনে নিন গরমের এই সময়টাতে তৈলাক্ত ত্বকের যত্নে কী করবেন-
• অনেকেই তৈলাক্ত ত্বকের কারণে মুখ বারবার ধুয়ে থাকে। তারা ভাবে এতে ত্বকের তেল দূর হয়ে যাচ্ছে। অথচ এতে আরো বেশি তৈলাক্ত হয়ে যায় ত্বক। এর কারণ মুখ বারবার ধোয়ার ফলে ত্বক শুষ্ক হয় এবং এর ফলে ত্বকের ভেতর থেকে অতিরিক্ত তেল নিঃসরণ হয়। তাই বারবার মুখ ধোয়া থেকে বিরত থাকুন। শুধু সকালে ও রাতে দুইবার মুখ ফেইসওয়াস দিয়ে ধুয়ে ফেলুন।
• তৈলাক্ত ত্বকের জন্য শসা খুবই কার্যকরী। কারণ এতে ভিটামিন এ, ই এবং ম্যাগনেশিয়াম রয়েছে। এটি ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয় এবং ত্বকের ভেতর থেকে তেল নিঃসরণ হতে দেয় না। তাই প্রতিদিন শসার রস মুখে লাগান এবং হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
• লেবু তৈলাক্ত ত্বকের জন্য খুবই উপকারী। লেবুতে সাইট্রিক এসিড রয়েছে যা ত্বকের তৈলাক্ত ভাব দূর করে এবং ত্বক উজ্জ্বল করে।
• বাজারে যেসব ক্যামিকেল ফেইসওয়াস পাওয়া যায় তাতে ত্বক শুষ্ক করে ফেলে এবং ত্বকের ভেতরের তেল বেশি করে নিঃসরণ করে। তাই প্রাকৃতিক ফেইসওয়াস ব্যবহারের চেষ্টা করুন। দুধ এবং ময়দা দিয়ে মুখ ধুয়ে ফেললে ত্বকের ময়লা দূর হবে এবং ত্বক আরো বেশি উজ্জ্বল ও মসৃণ হবে।
• ডিমের সাদা অংশ এবং লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি মুখের তৈলাক্ততা দূর করে এবং ত্বকের লাবণ্যতা ধরে রাখে।