ব্ল্যাকহেড দূর করবেন কীভাবে
গরমে ব্ল্যাকহেডের সমস্যা বেড়ে যায়। বিশেষ করে নাকে প্রচুর পরিমাণে ব্ল্যাকহেড হয়। এর প্রধান কারণ হলো ধুলো-ময়লা, ব্যাকটেরিয়া এবং ত্বকের মৃত কোষ। লোমকূপে ময়লা জমার ফলে কালো দাগ ত্বকে বসে যায়। একেই ব্ল্যাকহেড বলে। আর ব্ল্যাকহেডের ফলে ত্বকে ভাঁজ পড়ে এবং চেহারা কালচে হয়ে যায়। তাই সঠিক যত্ন না নিলে ব্ল্যাকহেডের পরিমাণ বেড়ে যাবে এবং চেহারার লাবণ্য হারিয়ে যাবে।
রেড বিউটি সেলুনের প্রধান নির্বাহী আফরোজা পারভীন বলেন, ‘ব্ল্যাকহেড ত্বকের ঔজ্জ্বল্য নষ্ট করে এবং চেহারায় বয়সের ছাপও হয় এর কারণে। এমনকি মেকআপ করলেও ত্বকে ঠিকমতো বসে না। তাই নিয়মিত ত্বকের পরিচর্যা করুন। যাতে ত্বকে ব্ল্যাকহেডের সমস্যা না হয়।’
ত্বকের ব্ল্যাকহেড সমস্যার সমাধানে বিউটি এক্সপার্ট আফরোজা পারভীন কিছু পরামর্শ দিয়েছেন। চলুন, এক নজরে দেখে নিই ব্ল্যাকহেড দূর করতে কী কী করবেন :
পরামর্শ :
- প্রতিদিন ভালো করে মুখ ধোয়ার চেষ্টা করুন। তবে ত্বক বেশি ঘষাঘষির প্রয়োজন নেই। ফেসওয়াশ দিয়ে হালকা ঘষে ত্বক ধুয়ে ফেলুন। দিনে অন্তত দু-তিনবার ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন। আর সপ্তাহে অন্তত তিনবার স্ক্রাব দিয়ে ম্যাসাজ করুন।
- মুখ ধোয়ার পর গরম পানির ভাপ নিন। এতে লোমকূপের মুখ খুলে যাওয়ার ফলে ময়লা দূর হয়ে যায়। আর এর ফলে ত্বকও হয় ব্ল্যাকহেডমুক্ত।
- লেবুর রস, মধু ও সামান্য চিনি একসঙ্গে মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। এই প্যাকটি ত্বকে প্রাকৃতিক স্ক্রাবের কাজ করে এবং প্যাকটি ব্ল্যাকহেড দূর করতে সাহায্য করে।
- ওটস, অলিভঅয়েল ও এক চিমটি লবণ দিয়ে প্যাক তৈরি করুন। মুখে লাগিয়ে ১০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
- মধু ব্ল্যাকহেড দূর করে। তবে শুষ্ক ত্বকে মধু বেশ কার্যকর। পুরো মুখে মধু লাগিয়ে ১০ মিনিট পর ম্যাসাজ করে করে ধুয়ে ফেলুন।