হোয়াইট হেড দূর করুন
সাধারণতা নাকে এবং ঠোঁটের চারপাশে হোয়াইট হেড হয়ে থাকে। ত্বকের লোমকূপে তেল, ব্যাকটেরিয়া ও মৃত কোষ বন্ধ হওয়ার ফলে হোয়াইট হেড হয়। মুখে হাত দিলে দানা দানা অনুভব হয়। কিন্তু অনেকেই বোঝে না যে হোয়াইট হেড সমস্যায় ভুগছেন। তারা মনে করে ত্বক রুক্ষ হয়ে যাচ্ছে। কিন্তু এই সমস্যার দ্রুত সমাধান না করলে ত্বকে মেছতার দাগ হতে পারে। এমনকি ব্রনেরও অন্যতম কারণ হয়ে দাঁড়ায় এই হোয়াইট হেড।
রেড বিউটি সেলুনের নির্বাহী পরিচালক আফরোজা পারভীন বলেন, ‘সাধারণত অবহেলা আর অযত্নের কারণে হোয়াইট হেড সমস্যা দেখা দেয়। যা ধীরে ধীরে ত্বকের লাবণ্য নষ্ট করে ফেলে এবং ত্বক হয়ে পড়ে প্রাণহীন। তাই নিয়মিত ত্বকের বাড়তি যত্ন প্রয়োজন। না হলে হোয়াইট হেড সমস্যার কারণে ত্বকের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়ে যাবে।’
ঘরে বসে খুব সহজে হোয়াইট হেড সমস্যা দূর করার কিছু পরামর্শ দিয়েছেন বিউটি এক্সপার্ট আফরোজা পারভীন। জেনে নিন কোন পরামর্শটি আপনার ত্বকের জন্য কার্যকরী-
• তৈলাক্ত ত্বকে চালের গুঁড়া এবং কমলার রস একসঙ্গে মিশিয়ে মুখে ঘষে কিছুক্ষণ রেখে দিন। এরপর গরম পানিতে তোয়ালে ভিজিয়ে মুখে গরম ভাপ দিন। এরপর এক টুকরো বরফ দিয়ে মুখ হালকা ভাবে ঘষে নিন। দেখবেন, খুব দ্রুত ত্বকের হোয়াইট হেড দূর হবে।
• লোশন দিয়ে ভালো করে মুখ ম্যাসাজ করে নিন। এরপর গরম পানিতে তোয়ালে ভিজিয়ে মুখে স্টিম দেওয়ার পর নাকের দুই পাশে চাপ দিলে হোয়াইট হেড বের হয়ে আসবে। এবারও মুখে বরফ ঘষে নিন। মনে রাখবেন, স্ট্রিম দিলে লোমকূপের মুখ খুলে যায়। তাই এই মুখ বন্ধ করতে বরফ ব্যবহার করুন।
• শুষ্ক ত্বকে চিনির সঙ্গে মধু মিশিয়ে নাকের ওপর ভালো করে ঘষে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
• পাউডার স্ক্রাবেরের সঙ্গে ম্যাসাজ ক্রিম হালকা গরম করে নাকের ওপর ঘষে নিন। এটি হোয়াইট হেড দূর করায় বেশ কার্যকরী।
• মিশ্র ত্বকে চালের গুঁড়ার সঙ্গে টকদই মিশিয়ে ত্বকে ঘষে নিন। এতে হোয়াইট হেড দূর হয়ে ত্বক হয় উজ্জ্বল।