গার্লিক ব্রেড
আজকের রেসিপির নাম গার্লিক ব্রেড। সুস্বাদু ও স্বাস্থ্যকর এই রেসিপি খুব সহজে ওভেনে তৈরি করা যায়। রসুনের পেস্ট দিয়ে তৈরি ব্রেডের এই রেসিপিটি দেওয়া হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ায়। জেনে নিন কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন গার্লিক ব্রেড।
উপকরণ
রুটি চার পিস, চিজ, রসুনের পেস্ট ও লবণ।
প্রস্তুত প্রণালি
প্রথমে চিজ, রসুনের পেস্ট ও লবণ একসঙ্গে মিশিয়ে নিন। রুটিগুলো কেটে নিন। বাজারে গার্লিক ব্রেডের রুটি কিনতে পাওয়া যায়। চাইলে আপনি সেই রুটি ব্যবহার করতে পারেন। এরপর রুটির ওপর তৈরি করা মিশ্রণ ভালো ভাবে লাগিয়ে নিন। বেকিং ট্রেতে রুটিগুলো সাজিয়ে দুই থেকে তিন মিনিট বেক করুন। ওভেন থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন দারুণ সুস্বাদু গার্লিক ব্রেড।