রেস্তোরাঁয় যে কাজগুলো ভুলেও করবেন না
হরহামেশাই আমাদের রেস্তোরাঁয় খাওয়া হয়। পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে অথবা অফিসের কলিগদের সঙ্গে খেতে যেতেই পারেন। কিন্তু তাই বলে একদম আনমোনা হলে তো আর চলবে না। কিছু নিয়মকানুন আপনাকে মেনে চলতেই হবে। বিশেষ করে যখন বাইরে খেতে যাবেন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় রেস্তোরাঁয় খেতে গেলে কী কী আদবকেতা মেনে চলবেন, তার কিছু দিক তুলে ধরা হয়েছে। চলুন, একনজরে জেনে নিই বাইরে খেতে গেলে কী নিয়ম মেনে চলবেন :
উচ্চ স্বরে কথা বলবেন না
নিম্নস্বরে কথা বলা এক ধরনের ভদ্রতা, বিশেষ করে জনসমক্ষে। বাইরে কোনো রেস্তোরাঁয় খেতে গেলে উচ্চ স্বরে কথা না বলাই ভালো। আপনার কথা যেন অন্যের কান পর্যন্ত না পৌঁছায়। এমনকি পাশের টেবিলের কেউ যেন বুঝতে না পারে আপনি কোন বিষয়ে কথা বলছেন।
শব্দ করে না খাওয়া
খাওয়ার সময় শব্দ করে খাবেন না। খাবার মুখে নেওয়ার পর মুখ বন্ধ করে আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করুন। এতে খুব একটা শব্দ হবে না এবং অন্যরা বিরক্তও হবেন না।
অযথা ছবি তোলা
কেউ কেউ আছেন, রেস্তোরাঁয় গিয়ে খাবারসহ সেলফি তোলেন। আবার যতবার টেবিলে খাবার আসে, ততবার সেই খাবারের ছবি তোলেন, যা নিয়ে অন্যরা উপহাস করার সুযোগ পায়। তাই রেস্তোরাঁয় খেতে গিয়ে ছবি না তোলাই ভালো। তবে একটি ছবি তুলতে পারেন, যা আপনার সামাজিক যোগাযোগের মাধ্যমের জন্য যথেষ্ট। কিন্তু সবার সঙ্গে ছবি তুলতে চাওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। এটা নির্ভর করে আপনি কার সঙ্গে খেতে যাচ্ছেন।
খাবার টেবিলে ব্যস্ততা
যখন আপনি কারো সঙ্গে রেস্তোরাঁয় খেতে যাবেন, তখন সব সময়ই ফোনকল, মেসেজিং এড়িয়ে চলবেন। এবং অবশ্যই ফোনের রিংটোন নীরব রাখবেন, যাতে আপনার সঙ্গে যিনি খেতে এসেছেন, তিনি যেন বিরক্ত অনুভব না করেন।
তাড়াতাড়ি খাওয়া
অপেক্ষা করুন, যতক্ষণ না ওয়েটার টেবিলে সব খাবার পরিবেশন করে। ওয়েটার চলে গেলে খাওয়া শুরু করুন। এটা এক ধরনের ভদ্রতা। আর ধীরে ধীরে খাওয়ার চেষ্টা করুন, যাতে সবার সঙ্গে খাওয়া শেষ হয়। সবাই খাচ্ছে আর আপনি দ্রুত খাওয়া শেষ করে বসে আছেন, এটা খুবই বিরক্তিকর আপনার জন্য এবং অন্যদের জন্যও।
ছুরি-চামচের ব্যবহার শিখুন
খাওয়ার সময় প্লেটে যেন ছুরি-চামচের শব্দ না হয়। এতে অন্যরা বিরক্ত হতে পারেন। আর এগুলো ব্যবহারের সঠিক নিয়ম শিখে নিন, যাতে অন্যের সামনে বিব্রতকর অবস্থায় পড়তে না হয়।