স্ট্রবেরি-বানানা স্মুদি
আজকের রেসিপির নাম ‘স্ট্রবেরি-বানানা স্মুদি’। স্ট্রবেরি ও কলার মিশ্রণে মজাদার স্মুদির এই রেসিপি দেওয়া হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায়। জেনে নিন, কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন মুখরোচক স্ট্রবেরি-বানানা স্মুদি।
উপকরণ
কলা দুটি, স্ট্রবেরি দুই কাপ, ভেনিলা আইসক্রিম, টক দই এক কাপ, দুধ এক কাপ, মধু চার টেবিল চামচ, দারুচিনি গুঁড়া আধা টেবিল চামচ এবং বরফ এক কাপ।
প্রস্তুত প্রণালি
প্রথমে কলা, স্ট্রবেরি, টক দই, দুধ ও মধু একসঙ্গে মিশিয়ে একটি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিন। এর পর গ্লাসে ঢেলে এর ওপর ভেনিলা আইসক্রিম, বরফ কুচি এবং সামান্য দারুচিনির গুঁড়া ছড়িয়ে দিন। ব্যস, তৈরি হয়ে গেল স্মুদি। অতিথি আপ্যায়নে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন দারুণ সুস্বাদু স্ট্রবেরি-বানানা স্মুদি।