যে অভ্যাসের কারণে সম্পর্ক ভাঙছে
ভালোবাসার সম্পর্কে উপলব্ধি, বিশ্বাস এবং একে অপরের গ্রহণযোগ্যতা না থাকলে সেই সম্পর্কে প্রাণ থাকে না। আর এর ফলাফল সম্পর্কে টানাপড়েন। যা একটা সময়ে সম্পর্কে ইতি টানে। তবে শুনলে অবাক হবেন যে, এ সবকিছুর পিছনে দায়ী কিন্তু আপনিই। আপনার কিছু অভ্যাস প্রতিনিয়ত আপনার সম্পর্কে সমস্যা সৃষ্টি করছে। এটা কী আপনি জানেন? না জানলে আজই জেনে নিন কোন অভ্যাসগুলো ধীরে ধীরে আপনার সম্পর্কের ভিত্তিকে নষ্ট করছে।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় যে অভ্যাসগুলো আপনার সম্পর্কে ইতি টানছে তার কিছু দিক তুলে ধরা হয়েছে। চলুন, এক নজরে দেখে নিন কোন অভ্যাসগুলো আপনাকে বদলে ফেলতে হবে-
বিরক্ত হওয়া
সব বিষয়ে বিরক্তি প্রকাশ করে এমন মানুষকে কেউই পছন্দ করে না। আপনি যদি কথায় কথায় আপনার সঙ্গীর ওপর বিরক্ত হন তাহলে একটা সময়ে সে আপনাকে কোনো কিছুই আর বলার চেষ্টা করবে না। এর ফলে একটা পর্যায়ে আপনাদের সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হবে এবং একটা সময় মনে হবে এই সম্পর্ক আর চলছে না। তাই সঙ্গীর ওপর বিরক্তি প্রকাশ করার অভ্যাসটা আজই ত্যাগ করুন। তার সব বিষয়ে খবরদারি করাটাও ছেড়ে দিন। প্রত্যেকটা মানুষের আলাদা সত্তা থাকে। তাই তাকে তার মত করে ভাবতে দিন। হ্যাঁ, খুব বেশি সমস্যা মনে হলে তাকে বুঝিয়ে বলুন। একসঙ্গে আলোচনা অনেক বিষয়ের সমাধান করে খুব সহজেই। তাই বিরক্ত না হয়ে সরাসরি তার সঙ্গে কথা বলুন।
অতীতের কথা বারবার মনে করা
অতীতের আলোচনা থেকে নিজেকে বিরত রাখুন। আপনার জীবনে অতীতে কেউ থাকতেই পারে। কিন্তু তার মানে এই নয় যে আপনার জীবনে বর্তমানে যে আছে তার সামনে কারণে-অকারণে অতীতের স্মৃতি তুলে ধরবেন। মনে রাখবেন, সে এখন আপনার বর্তমান এবং আপনি চাইলে আপনার ভবিষ্যৎও সে। তাই ভবিষ্যতে সুখে থাকতে চাইলে অতীত নিয়ে বর্তমানে আলোচনা না করাটাই ভালো।
খারাপ যোগাযোগ
আপনার সঙ্গী আপনার সঙ্গে কথা বলছে আর আপনি অন্যদিকে তাকিয়ে আছেন। শুধু তার কথার সঙ্গে তাল মেলাচ্ছেন। এমন আচরণ করতে থাকলে একটা পর্যায়ে আপনার সঙ্গী অনুভব করবে যে আপনি তাকে অবহেলা করছেন এবং এই সম্পর্কে সে আর টান খুঁজে পাবে না। তাই নিজের সম্পর্কে ইতি টানতে না চাইলে সঙ্গীর প্রতি মনোযোগী হন। যাতে সে অনুভব করে আপনার জীবনে সে গুরুত্বপূর্ণ।
সাবেক সঙ্গীকে নিয়ে কথা বলা
কোনো কিছু ভুল করলেই সঙ্গীকে বারবার বলা যে, আমার আগের প্রেমিক/ প্রেমিকাই ভালো ছিল। অন্তত সে আমাকে বুঝত। এই কথাগুলো বলা একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। যতটা পারবেন এই বিষয়টি ভুলে যাওয়ার চেষ্টা করুন। কারণ যার সাথে আপনার সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে তার কথা বারবার মনে করার কোনো মানেই নেই। আপনি কেন ভুলে যান, সে যদি এতটাই আপনাকে বুঝত তাহলে আজ কেন আপনারা একসঙ্গে নেই? তাই অযথা পুরনো সম্পর্ককে টেনে নিজের নতুন সম্পর্কে সমস্যা সৃষ্টি না করাটাই বুদ্ধিমানের কাজ।
অন্যের সঙ্গে তুলনা করা
কখনোই নিজের ভালোবাসার মানুষকে অন্যের সঙ্গে তুলনা করবেন না। কারণ পৃথিবীতে সবাই এক রকম হয় না। একেকজনের মনমানসিকতা, বিচার বুদ্ধি একেক রকম। অন্যের সঙ্গে তুলনা করলে কখনোই আপনি সুখী হতে পারবেন না। কারণ প্রতি মুহূর্তে তখন আপনার মনে হবে আপনার সঙ্গীর চাইতে অন্যরা বেশি ভালো। যা সম্পর্কে একে অপরের গ্রহণযোগ্যতাকে নষ্ট করে দেয়। তাই আজ থেকে নিজের ভালোবাসার মানুষকে অন্যের সঙ্গে তুলনা করার কথা ভুলে যান। দেখবেন, সুখে থাকবেন।