উজ্জ্বল ত্বকের জন্য ঘরোয়া প্যাক
সারা দিনের কর্মব্যস্ততার কারণে ত্বক হয়ে যায় অনুজ্জ্বল ও মলিন। তাই ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখতে চাই নিয়মিত ঘরোয়া পরিচর্যা। যা ত্বককে মসৃণ, নমনীয় ও প্রাণবন্ত করবে।
উজ্জ্বল ত্বকের জন্য ঘরোয়া উপায়ে তৈরি কী কী প্যাক ব্যবহার করবেন তা দেওয়া হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ায়। চলুন, এক নজরে দেখে নিন কোন প্যাকটি আপনার ত্বকের জন্য কার্যকর-
কলার ফেস প্যাক
কলা মুখের ত্বককে নরম ও সতেজ করে। ত্বকের নমনীয়তায় কলার প্যাক খুবই কর্যকর। শুধু কলা চটকে নিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। যদি আপনার মুখে ব্রনের সমস্যা থাকে তাহলে কলার সঙ্গে সামান্য মধু মিশিয়ে নিতে পারেন।
পেঁপের ফেস প্যাক
পেঁপে মুখের কালো দাগ দূর করে খুব সহজেই। পেঁপে চটকে মুখে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করে ১৫ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের কালচে ভাব দূর করে।
শসার ফেস প্যাক
শসা ব্লান্ড করে এর রস মুখে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। আবার শসার রস দিয়ে আইস কিউব বানিয়ে মুখে ঘষতে পারেন। এতে চেহারার ক্লান্তি ভাব দূর হয়ে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও প্রাণবন্ত।
টমেটোর ফেস প্যাক
টমেটো ত্বককে উজ্জ্বল, টানটান করে এবং মুখের ব্রণ দূর করে। দুই টেবিল চামচ টমেটোর রসের সঙ্গে তিন টেবিল চামচ দুধ মিশিয়ে মুখে লাগান। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকের কালচে ভাব দূর হয়ে ত্বকে টানটান ভাব আসবে।
আলুর ফেস প্যাক
আলু ত্বকের কালো কালো ছোপ দূর করে। আলু ভালো করে ব্লেন্ড করে মুখে এবং চোখের চারপাশে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বক উজ্জ্বল হওয়ার পাশিপাশি নরম ও মসৃণ হবে।