ঢাকার সেরা তিন চা
চা এবং বাঙালি যেন সমার্থক শব্দ। বাঙালিদের জীবনে চা পান অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। অনেকেই আছেন যারা চা ছাড়া দিন শুরু করার কথা ভাবতেও পারেন না। অফিসে কাজের অবসরে,অলস দুপুরে,ব্যস্ত বিকেলে কিংবা শীতের কুয়াশামাখা সন্ধ্যায় গরম এক কাপ চায়ের কোনো বিকল্প হতে পারে না। চা-প্রেমীদের কাছে ‘চা’ একটি ভালোবাসার নাম! ঢাকার অলি-গলি,হোটেল-রেস্তোরা – সর্বত্র চা পাওয়া গেলেও কিছু দোকানের আছে যাদের চা না খেলে জীবন বৃথা! তাহলে চলুন জেনে নেওয়া যাক ঢাকার এমন ছয়টি চায়ের দোকানের নাম যাদের চা আপনার জীবনে একবার হলেও চেখে দেখা উচিত –
টিএসসি ও পলাশীর চা
ঢাকায় চায়ের জন্য বিখ্যাত স্থান হল টিএসসি ও পলাশীর মোড়। চায়ের কাপ হাতে নিয়ে আড্ডা দিতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই স্থানে্। বিশেষ করে বিকেল বেলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চা-প্রেমীদের উপস্থিতি এই স্থানটিকে উৎসবমুখর করে তোলে। প্রায় ৪০ রকম চা পাওয়া যায় এখানে। এদের মাঝে উল্লেখযোগ্য হল মরিচ চা, পনির চা, কাচা আমের ঝাল চা, মালাই চা,দুধ চা,মাল্টা চা।
রবীন্দ্র সরোবর, ধানমণ্ডি
ধানমণ্ডির রবীন্দ্র সরোবর চায়ের জন্য বেশ বিখ্যাত। ধানমণ্ডির আট নম্বার ব্রিজ পার হয়ে বাম দিকে গেলেই পেয়ে যাবেন রবীন্দ্র সরোবরে প্রবেশ পথ। এখানে আপনি গরুর দুধের মাইল চা ছাড়াও আরও পাবেন মটকা চা, রং চা, এলাচি চা।
মোহাম্মদপুরের এলাচি চা
মোহাম্মদপুরের তাজমহল রোডের কেন্দ্রীয় কলেজের গেটের সঙ্গে এই দোকানটি অবস্থিত। এই দোকানে একজন মহিলা এলাচি চা বিক্রি করে থাকেন। তার চায়ের প্রধান উপাদানই হচ্ছে এলাচ। যারা এলাচ পছন্দ করেন তাদের এই চা অবশ্যই ভালো লাগবে। এই দোকানের প্রতি কাপ এলাচ চায়ের দাম ১২ টাকা।