লিপস্টিক অনেকক্ষণ রাখার পাঁচ ধাপ
মেকআপের তালিকায় নারীদের একটি প্রয়োজনীয় উপাদান লিপস্টিক। এটি এমন একটি উপাদান যা না লাগালে মেকআপ সম্পূর্ণ হয় না। সামান্য এই রঙটি ব্যবহার করলে আপনাকে দেখাবে প্রাণবন্ত। বাইরে গেলে কেবল লিপস্টিক লাগালেই আপনার দৈনন্দিন চেহারা বদলে যাবে। কিন্তু সারাদিন এটি ধরে রাখা কঠিন ব্যাপার। দেখা যায়, দিন শেষে লিপস্টিক ম্লান হয়ে যায়। ব্যাপারটি বেশ অস্বস্তিকর। লিপস্টিক দীর্ঘক্ষণ রাখতে আপনাকে কিছু টিপস মেনে চলতে হবে। যা আপনার ঠোঁটের রঙ সারা দিন ধরে রাখতে নিশ্চিত করবে!
ধাপ ১- ঠোঁট এক্সফোলিয়েট করুন
লিপস্টিক প্রয়োগের আগে ঠোঁটের মসৃণতা প্রয়োজন। শুকনো বা ফাটা ঠোঁটে সরাসরি লিপস্টিক লাগাতে যাবেন না। তাই চিনি বা ওটস দিয়ে ঠোঁট এক্সফোলিয়েট করে নিন। এতে ঠোঁটের রুক্ষতা দূর হবে। নরম ঠোঁটে লিপস্টিক লাগালে উজ্জ্বল দেখায়।
ধাপ ২- প্রাইমার ব্যবহার করুন
ঠোঁট এক্সফোলিয়েট করার পর প্রাইমারের ব্যবহার করতে ভুলে যাবেন না। এটি দীর্ঘ সময় ধরে লিপস্টিকের রঙ ধরে রাখার জন্য সাহায্য করে। চেষ্টা করুন, ম্যাট কনসিলার ব্যবহার করার।
কধাপ ৩- লিপ লাইনারের ব্যবহার
ঠোঁটে লিপস্টিক লাগানোর আগে লিপ লাইনারের ব্যবহার করুন। এতে লিপস্টিক লাগানো সহজ হবে। লাল, মেরুন, বার্গান্ডি এবং বেগুনি রঙের শেডগুলো বেছে নিন। আপনি চাইলে লাইনারটি দিয়ে ঠোঁট রাঙ্গিয়ে নিতে পারেন। এর উপর লিপস্টিক দিয়ে দিতে পারেন। তাহলে লিপস্টিক মুছে গেলেও আপনার ঠোঁট ম্লান দেখাবে না।
ধাপ ৪- পুনরাবৃত্তি
লিপ লাইনার লাগানোর পর লিপস্টিক লাগিয়ে নিন। এরপর টিস্যু দিয়ে আলতো করে লিপস্টিক মুছে ফেলুন। এর উপর আবার লিপস্টিক লাগিয়ে নিন। এতে করে আপনার রঙ উজ্জ্বল হবে। লিপস্টিক দীর্ঘক্ষণ থাকবে।
ধাপ ৫- পাউডার প্রয়োগ করুন
লিপস্টিক বার বার টাচ-আপ করতে না চাইলে এই ধাপটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। লিপস্টিক লাগানো হয়ে গেলে এর উপর পাউডার দিয়ে দিন। রঙ হালকা হয়ে গেলে আবার লিপস্টিক লাগিয়ে নিতে পারেন। এতে করে আপনার লিপস্টিক ছড়িয়ে যাবে না। দীর্ঘক্ষণ স্থায়ী থাকবে।
সূত্র- বোল্ডস্কাই