দুর্গাপূজায় চুল সিল্কি আর শাইনিং রাখতে যা করবেন
ষষ্ঠী থেকে দশমী পাঁচ দিনব্যাপী উৎসবে সাজের বাহার লেগেই থাকে আর সাজের সঙ্গে মিলিয়ে বিভিন্ন রকম চুলের স্টাইল ও করা হয়।
চুল সৌন্দর্যের অনেকটাই বহন করে আর চুল যদি হয় শাইনিং এবং সিল্কি তাহলে তো সবার নজর কাড়তে বাধ্য। তাছাড়া সকলেই চায় তার চুল আকর্ষণীয় দেখাতে। চলুন জেনে নেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ঘরে বসে হেয়ার সিরাম বানাবেন।
সিরাম তৈরির প্রণালি
একটি বাটিতে পাঁচ চা চামচ গোলাপ জল, দুই চা চামচ এ্যালোভেরা জেল, নারকেল তেল এক টেবিল চামচ ও চিনি এক চা চামচ একসঙ্গে নিয়ে মিশিয়ে নিতে হবে। চিনি গলে যাওয়া পর্যন্ত মেশাতে থাকতে হবে।
ব্যবহারের নিয়ম
গোসলের ২-৩ ঘণ্টা আগে চুলে লাগিয়ে রেখে দিতে হবে। তারপর পছন্দসই শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনবার অন্তত সিরামটি ব্যবহার করবেন। এক সপ্তাহের মধ্যেই ফলাফল লক্ষ্য করতে পারবেন। তবে চুলের গোড়ায় সিরাম না লাগানো ভালো, শুধু চুলে লাগাতে হবে।