একা থাকার দিন আজ
আজ শনিবার (১১ নভেম্বর) ‘সিঙ্গেল ডে’ অর্থাৎ একা থাকার দিন আজ। দিনটির গোড়াপত্তনও হয়েছিল চীন থেকে। তাই একা থেকে এই দিনটি উদযাপন করা যেতে পারে। চীনের মানুষ তা ঠিকই করছেন। এই দিবসটি চালু করাই হয়েছে যেন, মানুষ একা থাকার জন্য গর্ব করতে পারেন, একা থাকাকে ভালোভাবে উদযাপন করতে পারেন। এখন বিশ্বের অনেক জায়গায় দিবসটি উদযাপিত হয়।
আর একা থাকার আনন্দ যাদের একবার পেয়ে বসে, তারা কিছুতেই তারা প্রথাগত প্রেমের শৃঙ্খলে বাঁধা পড়তে চান না।
একা থাকা মানেই নিজের মতো নিজের জীবনকে যাপন। সুতাবিহীন ঘুড়ির মতো খোলা আকাশে উড়ে বেড়ানো যায়। নিজের প্রতি মনোনিবেশ ককরা যায়। নিজের ক্যারিয়ারে মনোযোগী হওয়ার পাশাপাশি নিজের কাজে পর্যাপ্ত সময় দেওয়া যায়। তবে একা থাকার কারণে অনেকে প্রায়ই মন খারাপ করেন। তারা একে নেতিবাচক বিষয় হিসেবে বিবেচনা করেন।
'ডেজ অব দ্য ইয়ার'র তথ্য অনুসারে, দেশটির নানজিং বিশ্ববিদ্যালয়ের একদল নিঃসঙ্গ শিক্ষার্থী, যারা ভালোবাসা চেয়ে ব্যর্থ হয়েছেন কিংবা সম্পর্কের টানাপড়েনে নিঃসঙ্গতা বেছে নিয়েছিলেন, তাদের হাত ধরে শুরু একা থাকার দিন উদযাপন হয়।
১১ নভেম্বর এমন তারিখ যেখানে সব এক সংখ্যা যেন ভর করেছে এর মধ্যে। তাই মনে করা হয় তারিখটি চারটি একক ব্যক্তির প্রতিনিধিত্ব করে। এজন্যই দিনটিকে একা থাকার দিন হিসেবে প্রচলন করেন নানজিং বিশ্ববিদ্যালয় চার শিক্ষার্থী।